ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসন্ন ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন কিনা জানা যাবে ১৬ মে, ২০ জুন চূড়ান্ত হবে তার উইম্বলডনে খেলার নিশ্চয়তা

অপেক্ষা বাড়ল শারাপোভার

প্রকাশিত: ০৪:১৮, ৫ মে ২০১৭

অপেক্ষা বাড়ল শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। স্টুটগার্ট ওপেন দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। কোর্টে ফিরে শুরুটা অবশ্য দারুণভাবেই করেছিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। তবে ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হেরে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় মারিয়া শারাপোভাকে। তবে স্টুটগার্ট ওপেনের ফাইনালে পৌঁছাতে পারলেই ফ্রেঞ্চ ওপেনে খেলতে ওয়াইল্ড কার্ড পাওয়ার সুযোগ ছিল তার। সেইসঙ্গে উইম্বলডনে ওয়াইল্ড কার্ড পাওয়ার জন্যও বিবেচিত হতেন পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক। এ মাসের শেষের দিকেই শুরু হবে মৌসুমের গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। প্যারিসের এই আসরে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তবে আগামী ১৬ মে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফ্রেঞ্চ ওপেনের আয়োজক কর্তৃপক্ষ। শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেয়ার ব্যাপারে ২০ জুন পর্যন্ত অপেক্ষা করবে উইম্বলডন কর্তৃপক্ষ। এর ঠিক একদিন পরেই শুরু হবে উইম্বলডনের যোগ্যতা নির্ধারণী পর্ব। র‌্যাঙ্কিং অনুযায়ী মারিয়া শারাপোভার বর্তমান অবস্থান ২৬২ নাম্বারে। উইম্বলডনে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিং ১০০’র মধ্যে আনতে হবে। আর ওয়াইল্ড কার্ড পেতে হলেও নাম থাকতে হবে শীর্ষ ২০০ খেলোয়াড়ের তালিকায়। তবে শারাপোভার ব্যাপারে ২০ জুনের আগে কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না উইম্বলডন। শেষ আটে সেনাবাহিনী ও ঢাকা জেলা জাতীয় হকি গোল্ডকাপ স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় হকি গোল্ডকাপে’ কোয়ার্টার ফাইনালে নাম লেখাল বাংলাদেশ সেনাবাহিনী। অপরদিকে কোয়ার্টারে উঠলো ঢাকা জেলা। এর আগে ২ ও ৭ নম্বর গ্রুপ থেকে কোয়ার্টারে ওঠে নৌবাহিনী ও বিমানবাহিনী। সেনাবাহিনী ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। তারা হারায় সিলেট, ঝিনাইদহ ও রংপুর জেলাকে। এই গ্রুপে রংপুর ও সিলেটের সমান চার পয়েন্ট হলেও গোল ব্যবধানে সিলেট এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ও রংপুর তৃতীয় স্থানে। ঝিনাইদহ একটি ম্যাচও জিততে না পারায় তলানিতে। ৪ নং গ্রুপে ঢাকা যথাক্রমে হারায় বরিশাল, রাজশাহী জেলা ও দিনাজপুরকে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী। এক ম্যাচে জিতে ৩ পয়েন্ট নিয়ে দিনাজপুর তৃতীয় স্থানে। বরিশাল প্রতিটি ম্যাচ হেরে তলানিতে। বৃহস্পতিবারের ম্যাচে রাজশাহী জেলা ২১-০ গোলে বরিশালকে, সিলেট ৯-১ গোলে ঝিনাইদহকে, ঢাকা ৭-২ গোলে দিনাজপুরকে এবং সেনাবাহিনী ৩৩-০ গোলে রংপুরকে হারায়। সেনাবাহিনীর মিলন হোসেন হ্যাটট্রিকসহ ১৩ গোল করেন।
×