ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশাল বোর্ডে প্রথম স্থানে ঝালকাঠি

প্রকাশিত: ০৩:৫৬, ৫ মে ২০১৭

বরিশাল বোর্ডে প্রথম স্থানে ঝালকাঠি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পাসের হার কমেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ফলাফলে। গত বছরের চেয়ে পাসের হার ২ দশমিক ১৭ ভাগ কমে এই সংখ্যা এবার নেমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৪। তবে এবারও ফলাফলে মেয়েরা এগিয়ে। আর জেলাভিত্তিক পাসের প্রথম স্থানে রয়েছে ঝালকাঠি। বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে এবারে ৯৩ হাজার ৬৭৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৪৬ হাজার ৩১৫ ছাত্রী এবং ৪৭ হাজার ৩৬১ ছাত্র। ২ হাজার ২৮৮টি জিপিএ-৫ এর মধ্যে ১ হাজার ২৫৫টি পেয়েছে ছাত্রীরা আর এক হাজার ৩৩টি পেয়েছে ছাত্ররা। গত বছরের চেয়ে এবারে ১১ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী বেশি হলেও জিপিএ-৫ কমেছে ৮২৫টি। জেলাভিত্তিক ফলাফলে প্রথমে ঝালকাঠি জেলা, যার পাসের হার ৮২ দশমিক ৭৮, এরপর যথাক্রমে বরিশালে পাসের হার ৮০ দশমিক ১৪, পিরোজপুর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৫৯, পটুয়াখালী জেলার গড় পাস ৭৫ দশমিক ৯৪, বরগুনা জেলায় এই হার ৭২ দশমিক ২১ আর সবশেষে ৭০ দশমিক ৫৮ ভাগ পরীক্ষার্থী পাস করে ভোলা জেলার অবস্থান। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শীর্ষে নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ মে ॥ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জেলায় শীর্ষস্থান দখল করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ জন। সবাই বিজ্ঞান বিভাগে। এরা সকলেই পেয়েছে জিপিএ-৫। পাসের হার শতভাগ। এদিকে জেলা সদরের অপর শিক্ষা প্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ বিদ্যালয়ে ২১৭ জন ছাত্রের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৬১ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ে পাসের হার শতভাগ। এছাড়া জয়পুরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে ২৪১ জন ছাত্রীর মধ্যে ১০৮ জন, পুলিশ লাইন্স একাডেমিতে ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। জ্ঞানের আলোয় এগিয়ে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ¯েœহা নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ মে ॥ জন্মগতভাবে দু’চোখ অন্ধ। তাই বলে তো আর জীবন থেমে থাকতে পারে না। মনের জোরেই সব প্রতিবন্ধকতা দূর করে সাফল্যের এক ধাপ এগিয়ে গেল রংপুরের রাধাবল্লভ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আন্তারা গালিবা ¯েœহা। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে জিপিএ ৩.৫০ পেয়েছে সে। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে রংপুর জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল ¯েœহা। কসমেটিকস ব্যবসায়ী সরকার রবিউল হাসান ও গৃহিণী রেনুকা হাসান দম্পতির একমাত্র সন্তান আন্তারা গালিবা ¯েœহা। শহরের চেকপোস্ট খলিফাপাড়া এলাকায় তাদের বসবাস। সব প্রতিবন্ধকতা দূর করে আরও সামনের দিকে এগিয়ে যেতে চায় ¯েœহা। প্রাপ্ত ফলে শিক্ষক, মা-বাবাসহ বন্ধুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছে সে। ¯েœহা জানায়, বড় হয়ে শিক্ষক হতে চায় সে। মা রেনুকা হাসান জানান, স্নেহা জেএসসিতে জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পড়াশোনার প্রতি তার প্রবল ইচ্ছা। নিজের ইচ্ছার জোরে সে আজ এত দূর এসেছে।
×