ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিভার ক্রসিং টাওয়ার মেরামতে সময় লাগবে আড়াই মাস

প্রকাশিত: ০৫:৪৩, ৪ মে ২০১৭

রিভার ক্রসিং টাওয়ার  মেরামতে সময়  লাগবে  আড়াই মাস

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মেঘনা নদীর ওপর উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার রিভার ক্রসিং টাওয়ার ক্ষতিগ্রস্তের ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রধান প্রকৌশলী প্রণব কুমার রায়, প্লানিং এ্যান্ড ডেভেলপমেন্টকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয় হয়। এদিকে, ক্ষতিগ্রস্ত রিভার ক্রসিং টাওয়ার মেরামতে দু’ থেকে আড়াই মাস সময় লাগতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামত করতে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পুরোপুরি মেরামতে সময় লাগবে। এর মধ্যেই বিকল্পভাবে ঘোড়াশাল বিদ্যুত কেন্দ্র থেকে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুত সরবরাহ শুরু হয়েছে। এখন পর্যন্ত আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিড লাইন বন্ধ রয়েছে। সোমবার রাতে ঝড়ে ভৈরবে মেঘনা নদীর ওপর রিভার ক্রসিং টাওয়ার বিধ্বস্ত হয়। এতে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সময় ২৩০ কেভিঃ ক্ষমতাসম্পন্ন রিভার ক্রসিং টাওয়ার বিধ্বস্ত হয়।
×