ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সন্তানের খোঁজে ২৯ বছর!

প্রকাশিত: ০৪:২১, ৪ মে ২০১৭

সন্তানের খোঁজে  ২৯ বছর!

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ মে ॥ একমাত্র সন্তানের খোঁজে জমিরন বেগম (৭০) নামের এক অসহায় বৃদ্ধ মা দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তার সন্তানের খোঁজ তিনি এখন কোথাও পাননি। সন্তানের কোন খোঁজ না পেয়ে নিরুপায় হয় তিনি কালকিনি উপজেলার স্থানীয় সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। জমিরন বেগম ১৯৮৮ সাল থেকে তার মেয়ের সন্ধানে নেমেছেন বলে জানা গেছে। সে নোয়াখালী জেলার দেয়ালীয়া এলাকার ফেলু ম-লের স্ত্রী। জমিরন বেগম দীর্ঘ ২৯ বছর ধরে তার একমাত্র মেয়ে কোমেলার খোঁজে বাড়ি থেকে বের হন। এরপর তিনি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সন্ধান করে বেড়াচ্ছেন প্রিয় সন্তানের। বুধবার সকালে জমিরন বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা বিভিন্ন স্থানে মেয়ে কোমেলার সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। খোঁজ না পেয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি সাংবাদিকদের আক্ষেপ করে বলেন, আমার মেয়ে ১৯৮৮ সালে বন্যার সময় নিখোঁজ হয়। আমার মেয়ের বয়স তখন ছিল ৮ বছর। এরপর তার আর কোন খোঁজ পাইনি। তাই আমি সে সময় থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছি। আমি কি মৃত্যুর আগে আমার মেয়ে কোমেলার মুখখানা দেখে যেতে পারব না।
×