ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিশংসনের মুখে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৫৭, ৩ মে ২০১৭

অভিশংসনের মুখে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি

নেপালের প্রথম নারীপ্রধান বিচারপতি সুশীলা কারকির বিরুদ্ধে ক্ষমতাসীন জোটের প্রধান দুই শরিক দল অভিশংসন প্রস্তাব পেশ করার পর একটি অভিশংসন কমিটি গঠন করে তদন্ত শুরু হওয়ায় তিনি বরখাস্ত হন। সুশীলার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রায় দেয়া এবং নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। এই অভিশংসন প্রস্তাবে অন্তত ২৪৯ এমপি স্বাক্ষর করেছেন। অভিশংসন তদন্ত শুরুর জন্য এর এক-চতুর্থাংশ স্বাক্ষরই যথেষ্ট ছিল বলে জানিয়েছে বিবিসি। নেপালের সংবিধান অনুযায়ী, অভিশংসন কমিটি গঠন এবং তদন্ত কাজ শুরুর সিদ্ধান্ত হলে স্বয়ংক্রিয়ভাবেই প্রধান বিচারপতি বরখাস্ত হয়ে যান। সম্প্রতি পুলিশপ্রধান হিসেবে নেপাল সরকারের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আদেশের পর থেকে প্রধান বিচারপতি সুশীলা ও সরকারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সূত্র : বিবিসি
×