ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৫:১৯, ৩ মে ২০১৭

ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ইউরোপ জুড়ে অব্যাহত সন্ত্রাসী হামলার হুমকির মুখে মহাদেশটিতে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতাটি জারি করেছে। খবর ইয়াহু নিউজের। এতে ফ্রান্স, রাশিয়া, সুইডেন ও যুক্তরাজ্যে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর উল্লেখ করে বলা হয়েছে, ‘ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা ইউরোপ জুড়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করার সামর্থ্য রাখে।’ ফেব্রুয়ারিতে ওই ভ্রমণ সতর্কতার মেয়াদ শেষ হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোন নির্দিষ্ট হামলার হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়নি, অব্যাহত হামলার হুমকি বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কোরীয় নেতা উনকে ‘সেয়ানা’ বললেন ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘খুব সেয়ানা’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। সিবিএস চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে ‘কয়েকজন অত্যন্ত শক্ত ব্যক্তির’ মোকাবেলা করে যুবক বয়সে কিমের ক্ষমতা গ্রহণের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প মন্তব্যটি করেন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী নিয়ে বাড়তে থাকা উত্তেজনার এই পরিস্থিতিতে কিমকে ‘সুস্থ মস্তিষ্কের’ মনে হয় কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান এ বিষয়ে তার কোন ‘ধারণা নেই’। উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার দুই বছরের মাথায় নিজের একমাত্র ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করেন কিম।
×