ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাওড়াঞ্চলের দুর্গতদের নিয়ে রাজনীতি করছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ এপ্রিল ২০১৭

হাওড়াঞ্চলের দুর্গতদের  নিয়ে রাজনীতি করছে সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার হাওড়াঞ্চলের দুর্গতদের নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের আহার, ক্ষুধা ও অসহায়ত্ব নিয়ে মশকরা করবেন না। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপিকে মে দিবসে শ্রমিক সমাবেশের অনুমতি দেয়া নিয়ে সরকার গড়িমসি করছে। রিজভী বলেন, হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের। এভাবে বেছে বেছে আওয়ামী লীগের লোকদের তালিকা করা হচ্ছে। এতে হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত লাখ লাখ সাধারণ কৃষক বঞ্চিত হচ্ছেন। চাঁদপুরের মতলবে গ্রামের বাড়ি যাবার পথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে অভিযোগ করে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। রিজভী বলেন, হাওড়াঞ্চলের ভয়াবহ বিপর্যস্ত মানুষ এখন অসহায় অবস্থার মধ্যে দিনযাপন করছে। সহায়-সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছে সাড়ে আট লাখের অধিক পরিবার। অথচ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মাত্র তিন লাখ ত্রিশ হাজার পরিবারকে সাহায্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হাওড় এলাকাবাসীর সাহায্য-সহায়তা নিয়ে মন্ত্রী-এমপিদের মুখেই শুধু বড় বড় কথার ফুলঝুরি। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে পানিতে ডুবে গেছে লাখ লাখ হেক্টর ক্ষেতের ফসল। ঘরে ঘরে খাবার অভাবে মানুষ আহাজারি করছে। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফটোসেশন দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই সারাদেশ লুটপাট করে জনগণকে পুঁইশাকের লতার মতো শুকিয়ে মারে। আর নিজেরা নাদুস নুদুস হয়ে জোর করে ক্ষমতায় বহাল থাকে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট শামছুল আলম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। ব্যর্থতা ঢাকতে সরকার হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা বলছে না- দুদু ব্যর্থতা ঢাকতে সরকার হাওরাঞ্চলকে দুর্গত এলাকা বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিস্তৃর্ণ হওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করলে বিশ্ববাসীর চোখে সরকারের ব্যর্থতা ধরা পড়ার আশঙ্কা থেকেই তা করা হচ্ছে না। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
×