ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রকিবুলের ব্যাটিং ঝলকে জিতল মোহামেডান

প্রকাশিত: ০৫:৩০, ২৮ এপ্রিল ২০১৭

রকিবুলের ব্যাটিং ঝলকে জিতল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ তামিম ইকবাল না থাকলেই যেন মোহামেডান দুর্বল একটি দল। সেই দুর্বলতা দূর করে দিলেন যেন রকিবুল হাসান। দলটিকে এবার জেতালেন রকিবুল। খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে তার অপরাজিত ৭৬ রানের ইনিংসে ৪ উইকেটে জিতল মোহামেডান। মেহেদী মারুফের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার বিপক্ষে হেসেখেলে ১৩০ রানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিহাদুজ্জামানের (৪/২১) দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে জিতেছে ব্রাদার্স। তামিম না খেললে এবং ব্যর্থ হলে মোহামেডানের হার হচ্ছে। এটা শুরু থেকেই দেখা যাচ্ছে। কিন্তু যখন খেলাটি দুর্বল খেলাঘরের বিপক্ষে মোহামেডান যে জিতবে তা আগেই ধরে নেয়া হয়েছিল। তাই হয়েছে। তবে ৩ উইকেট নেয়া এনামুল হক জুনিয়রের স্পিন ঘূর্ণির পর রকিবুলের ব্যাটিং নৈপুণ্য আকর্ষণ কুড়িয়েছে। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘর ৪৫.৪ ওভারে অলআউট হয় ১৮৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি। এছাড়া তিন নম্বরে নামা অমিত মজুমদারও খেলেছেন ৫৩ রানের ইনিংস। মোহামেডানের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি, আজিম ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ৩১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রকিবুল হাসান ৯২ বলে খেলেছেন অপরাজিত ৭৬ রানের ইনিংস। জয়ের পথে অবদান রেখেছেন অভিনব মুকুন্দ (৩৫) ও রনি তালুকদার (২৭)। খেলাঘরের সবচেয়ে সফল বোলার রবিউল, ২০ রানে নিয়েছেন ৩ উইকেট। বিকেএসিপতে প্রাইম ব্যাংক সহজ জয়ই তুলে নিয়েছে। মেহেদী মারুফ যে বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১০৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেছেন মারুফ। তাতে প্রাইম ব্যাংকের স্কোর ৪৯.৪ ওভারে ২৮৩ রানে যায়। এ রান অতিক্রম করতে গিয়ে ৩৩.৫ ওভারে ১৫৩ রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়া। বিকেএসপির আরেক মাঠে পারটেক্সের বিপক্ষে যে ব্রাদার্স জিতবে তাও আগেই বোঝা গেছে। সহজ জয়ই তুলে নিয়েছে ব্রাদার্স। পারটেক্স আগে ব্যাট করে নিহাদুজ্জামানের বোলিং তোপে পড়ে ৩০.৫ ওভারে ১০২ রান করতেই অলআউট হয়ে যায়। এরপর ১৭.৫ ওভার ব্যাট করেই ব্রাদার্স ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ফেলে। স্কোর ॥ খেলাঘর ইনিংস ১৮৯/১০; ৪৫.৪ ওভার (রবি ৬৩, অমিত ৫৩; এনামুল জুনিয়র ৩/৩৩)। মোহামেডান ইনিংস ১৯০/৬; ৪৪.৫ ওভার (রকিবুল ৭৬*, অভিনব ৩৫, রনি ২৭, সৈকত ২০; রবি ৩/২০)। ফল ॥ মোহামেডান ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রকিবুল হাসান (মোহামেডান)। প্রাইম ব্যাংক ইনিংস ২৮৩/১০; ৪৯.৪ ওভার (মারুফ ১০১, আসিফ ৩৭, অভিমান্নু ৩৩; মনির ৩/৪৪)। ভিক্টোরিয়া ইনিংস ১৫৩/১০; ৩৩.৫ ওভার (শফিউল ৪২, নাসিরুদ্দিন ২৭; আরিফুল ৩/১৪)। ফল ॥ প্রাইম ব্যাংক ১৩০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মেহেদী মারুফ (প্রাইম ব্যাংক)। পারটেক্স ইনিংস ১০২/১০; ৩০.৫ ওভার (সাজ্জাদুল ৪২, পারাস ১২; নিহাদুজ্জামান ৪/২১)। ব্রাদার্স ইনিংস ১০৩/৩; ১৭.৫ ওভার (ফরহাদ ৩৫*, মিজানুর ৩৩)। ফল ॥ ব্রাদার্স ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নিহাদুজ্জামান (ব্রাদার্স)।
×