ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫ জওয়ান নিহত মাওবাদীদের হামলা কাপুরুষোচিত ॥ মোদি

প্রকাশিত: ০৫:২৩, ২৬ এপ্রিল ২০১৭

২৫ জওয়ান নিহত মাওবাদীদের হামলা কাপুরুষোচিত ॥ মোদি

ভারতে ছত্তিশগড়ে দেড় মাসের ব্যবধানে মাওবাদী ঘাঁটি সুকমায় ফের বড়সড় হামলা চালাল মাওবাদীরা। সোমবার দুপুরের এই হামলায় অন্তত ২৫ সিআরপি জওয়ান নিহত ও আহত ৭। এ হামলার কঠোর নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাকে ‘কাপুরুষোচিত ও জঘন্য’ বলে আখ্যা দিয়ে বলেছেন জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। পাল্টা গুলিতে ১২ মাওবাদী নিহত হয়েছে বলে দাবি সিআরপিএফের। গত মাসেই সুকমায় মাওবাদী হামলায় ১২ জওয়ান নিহত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংও এই মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। রায়পুরের হাসপাতালে গিয়ে তিনি আহত জওয়ানদের সঙ্গে দেখাও করেছেন। প্রধানমন্ত্রী এ দিন টুইটারে লিখেছেন, ‘ছত্তিশগড় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা কাপুরুষোচিত এবং জঘন্য। আমরা পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছি।’ আমাদের সিআরপিএফ কর্মীদের বীরত্বে আমরা গর্বিত। শহীদদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ দিন দিল্লীতে ছিলেন মুখ্যমন্ত্রী রমন সিংহ। খবর পেয়েই তড়িঘড়ি রায়পুরে ফিরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইটারে নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির ছত্তিশগড় গেছেন। এক সিআরপিএফ অফিসার জানান, দুপুর একটা নাগাদ দক্ষিণ বস্তারের মাওবাদী-অধ্যুষিত বুরকাপাল-চিন্তাগুফা এলাকায় একটি রাস্তায় তল্লাশির কাজ চালাচ্ছিলেন সিআরপির ৭৪ ব্যাটেলিয়নের জওয়ানেরা। তখনই হামলা হয়। হামলায় বেঁচে যাওয়া সিআরপি জওয়ান শের মহম্মদ বলেন, আমরা বুরকাপালে পৌঁছতেই চার দিক থেকে ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে অন্তত শ’তিনেক মাওবাদী। সেই দলে কয়েক মহিলাও ছিল।
×