ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসার গবর্নিংবডির ফল ঘোষণা

প্রকাশিত: ০৮:২৫, ২৩ এপ্রিল ২০১৭

 ভিকারুননিসার গবর্নিংবডির ফল ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের গবর্নিং বড়ির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা। এতে মোট ৯ অভিভাবক ও শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ৬ জন অভিভাবক ও বাকিরা শিক্ষক প্রতিনিধি। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বপালন করেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন, কলেজ শাখায় এ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ। দ্বিতীয় হয়েছেন অপর প্রার্থী আতাউর রহমান। স্কুল শাখায় প্রথম মারুফ আহমেদ মুনসুর। দ্বিতীয় ডাঃ মজিবুর রহমান হাওলাদার, প্রাথমিক শাখায় ডাঃ তাজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনে খুরশিদ জাহান। শিক্ষক প্রতিনিধিরা হলেন, হাইস্কুল শাখায় মাহবুবুর রহমান এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মুশতারি সুলতানা। কলেজ শাখায় সাজেদা বেগম ও ড. ফারহানা খাতুন সমানসংখ্যক ভোট পেয়েছিলেন। এর পর লটারিতে ফারহানা খাতুন নির্বাচিত হন। নির্বাচনে চারটি শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কলেজ প্রতিনিধি সাতজন, মাধ্যমিকে নয়জন, প্রাথমিকে দশজন ও সংরক্ষিত মহিলা আসনে চার জন ছিলেন। শিক্ষক প্রতিনিধি ছিলেন ১২ জন। এরমধ্যে স্কুল পর্যায়ে ছয়জন, কলেজে দুইজন এবং সংরক্ষিত মহিলা শিক্ষিকা আসনে চারজন।
×