ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২৫ এপ্রিল খুলনা দিবস

মতবিনিময় সভায় পরিকল্পিত নগরী গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশিত: ০৬:২৩, ২৩ এপ্রিল ২০১৭

মতবিনিময় সভায় পরিকল্পিত নগরী গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার খুলনা জেলার ১৩৫ বছর পূর্তিতে ‘খুলনা দিবস’ পালন করা হবে। ঐতিহ্যের ১৩৫ বছর পর ‘আগামীর খুলনা কেমন দেখতে চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৃহত্তর উন্নয়ন কমিটি এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন খুলনাবাসী একটা ঝকঝকে, সুন্দর, পরিচ্ছন্ন, সেবাবান্ধব ও পরিকল্পিত নগরী দেখতে চায়। আর এই পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে পরিপূরক হিসেবে কাজ করতে হবে। সম্ভাবনাময় খুলনা গড়ার ক্ষেত্রে যে অন্তরায় রয়েছে তা সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত কাজের মাধ্যমে দূর করার জন্য সভায় অভিমত ব্যক্ত করা হয়। উন্নয়ন কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বিশিষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক বেগম ফেরদৌসী আলী, বিএনপি খুলনা জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। সভায় বক্তারা পদ্মা সেতু তথা মাওয়া-খুলনা-মংলা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ যানজট নিরসনের আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুকরণ। এছাড়াও খুলনার সঙ্গে সংযুক্ত সকল সড়ক-মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ, খুলনায় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের প্রসার, মেরিন একাডেমি, ক্যাডেট কলেজ, রূপসা ও ভৈরব নদীর তীঁর ঘেঁষে রিভারভিউ রোড ও পার্ক নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর দ্রুত বাস্তবায়ন, মংলা সমুদ্রবন্দর ও ভোমরা স্থলবন্দরের আধুনিকায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।
×