ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কওমী মাদ্রাসা স্বীকৃতি প্রধানমন্ত্রীর আগের প্রতিশ্রুতি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:২১, ২৩ এপ্রিল ২০১৭

কওমী মাদ্রাসা স্বীকৃতি প্রধানমন্ত্রীর আগের প্রতিশ্রুতি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ এপ্রিল ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া প্রধানমন্ত্রীর আগেরই প্রতিশ্রুতি ছিল। এ নিয়ে নতুন করে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের ‘সিটি সেন্টার’-এর পাশে বেদে সম্প্রদায়ের ‘উত্তরণ’ ফাউন্ডেশনের শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়ার জন্য কয়েক বছর আগে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছিলেন। ওই কমিটির প্রধান ছিলেন হেফাজতের আমির মাওলানা শাহ্ শফি। বিএনপি কওমী মাদ্রাসা নিয়ে যে দাবি তুলেছে তা ভিত্তিহীন। ভারতের দিল্লীতেও কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তাই কওমী মাদ্রাসা নিয়ে বিএনপির কোন আন্দোলনের সুযোগ নেই। ৮৬ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বাহির দশমহল সংস্কারমুখী হিন্দু সমাজের উদ্যোগে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলা বর্ষবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬ মেধাবী শিক্ষার্থীকে ৫শ’ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। কমল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুখময় ঘরামী, পীযুষ কান্তি রায়, পঞ্চাণন বাড়ৈ, রণজিৎ বাড়ৈ, অমল মজুমদার, সুনীল মজুমদার, ক্ষিতিশ চন্দ্র রানা প্রমুখ। ৫৯ পরিবার আলোকিত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ এপ্রিল ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত’ Ñএ সেøাগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের ৫৯টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। উপজেলায় এ প্রথম ছয়বাড়িয়া গ্রামে শতভাগ বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হলো। ছয়বাড়িয়া গ্রামের কালীবাড়ি মাঠে গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা দুলুর সভাপতিত্বে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন, ইসরাফিল আলম এমপির পক্ষে তার সহধর্মিণী সুলতানা পারভিন বিউটি।
×