ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চীনে প্রথম ম্যাচে কৃষ্ণাদের লড়াকু হার

প্রকাশিত: ০৬:০১, ২৩ এপ্রিল ২০১৭

চীনে প্রথম ম্যাচে কৃষ্ণাদের লড়াকু হার

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ ১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলবে বাংলাদেশ অনুর্ধ ১৬ জাতীয় নারী ফুটবল দল। তবে তার আগে নিজেদের ঝালিয়ে নিতে চীন সফরে গেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে চীন ফুটবল এ্যাসোসিয়েশন অনুর্ধ ১৪ জাতীয় দলের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশের মেয়েরা। আজ রবিবার শানজি রিজিওনাল ফুটবল দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কৃষ্ণাবাহিনী। বাকি ম্যাচগুলো হলো : ২৪ এপ্রিল চীন ফুটবল এ্যাসোসিয়েশন অনুর্ধ ১৪ জাতীয় দল, ২৫ এপ্রিল শানজি রিজিওনাল ফুটবল দল এবং ২৬ এপ্রিল আবারও চীন ফুটবল এ্যাসোসিয়েশন অনুর্ধ ১৪ জাতীয় দলের বিপক্ষে। বাংলাদেশের মেয়েরা আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবে। চীন থেকে বাফুফের পাঠানো ই-বার্তা অনুযায়ী বাংলাদেশ দল হারলেও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেই খেলেছে। গোল করার একাধিক সুযোগ যদি কাজে লাগাতে পারত, তাহলে খেলার ফল অন্যরকমও হতে পারত। বিশেষ করে সিরাত জাহান স্বপ্না পায় গোল করার সুবর্ণ সুযোগ। ম্যাচের তখন ৪ মিনিট। এছাড়া ২৪ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে স্বপ্না। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি সে। এছাড়া মনিকা চাকমাও মিস করে গোলের চান্স। খেলার ৭৫ মিনিটে প্রতিপক্ষ দলের দিং লেই জয়সূচক গোলটি করে। আজ শুরু বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা কাপ কাবাডির চূড়ান্ত পর্ব আজ রবিবার ঢাকার মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে। সব দর্শকদের জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টের প্রথম দিনে ছয় খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিনের ফিক্সচারের শেষ তিন ম্যাচ ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হবে। উদ্বোধনী খেলায় সকাল ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিজিবি ও ফায়ার সার্ভিস। অন্য ম্যাচগুলো হচ্ছেÑ নৌ বাহিনী বনাম বাংলাদেশ জেল, সেনাবাহিনী বনাম মৌলভীবাজার, বাংলাদেশ পুলিশ বনাম দিনাজপুর, বাংলাদেশ জেল বনাম বরিশাল ও বিজিবি বনাম নৌ বাহিনী। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ১০ দল অংশগ্রহণ করবে। রবিবার বিকেল ৫টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান।
×