ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি

কন্ডিশন নিয়ে ভাবছেন না সাব্বির রহমান

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ এপ্রিল ২০১৭

কন্ডিশন নিয়ে ভাবছেন না সাব্বির রহমান

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। আয়ারল্যান্ডে ও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশন। তাতে বাংলাদেশ ক্রিকেটারদের সমস্যা হতে পারে। কিন্তু কন্ডিশন নিয়ে একটুও ভাবছেন না অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন। তার ভাষ্য, ‘আমরা নিউজিল্যান্ডে ভাল খেলেছি। অস্ট্রেলিয়াতে ভাল খেলেছি। এই কন্ডিশনে খুব একটা সমস্যা হবে না আমাদের।’ অবশ্য আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ ও ইংল্যান্ডে জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। তখনই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। কিন্তু আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন একেবারেই ভিন্ন থাকে। তাতে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করে আয়ারল্যান্ডে যেতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডে ঠা-া কন্ডিশন। আর জুনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হবে, তখন থাকবে গ্রীষ্মকাল। আয়ারল্যান্ডের ঠা-াকে জয় করতে হবে। আবার ইংল্যান্ডের গরমে পড়বে বাংলাদেশ। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশ্যে ২৬ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সাসেক্সে গিয়ে ১ মে ডিউক অব নোরফলকের বিপক্ষে এবং ৫ মে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে চলে যাবে দল। আয়ারল্যান্ডে ৭ মে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড খেলবে। ১২ ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফরজুড়ে কন্ডিশন নিয়েই বেশি চিন্তা থাকছে বাংলাদেশ দলের। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও সেই ইঙ্গিতই দিলেন, ‘অনেকদিন পর ওই ধরনের কন্ডিশনে খেলব। আমার মনে হয়, প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতটা কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আয়ারল্যান্ডে এখন ঠা-া আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ডিফারেন্ট হতে পারে।’ কিন্তু সাব্বির মনে করছেন সমস্যা হবে না। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলেন সাব্বির। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর নিয়ে কথা বলেন প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাবের এই ক্রিকেটার। তখনই কন্ডিশন নিয়ে সমস্যা না হওয়ার কথা জানান। সাব্বির যুক্তিও দেখান, ‘ইংল্যান্ডে ক্যাম্প আছে। ওখানে ১০-১২ দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যাম্প থেকে ভাল প্রস্তুতি নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারলে আমাদের জন্য ভাল রেজাল্ট করা সহজ হবে। সেই ধারাবাহিকতা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখতে পারলে ভাল কিছু করতে পারব।’ সাব্বির এখন বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার। তার কাছ থেকে চাহিদাও অনেক বেশি আছে। প্রত্যাশার চাপও আছে তাই। সেই চাপ সামাল দিতে বাড়তি প্রস্তুতিও নিচ্ছেন সাব্বির। এ নিয়ে বলেছেন, ‘বাড়তি প্রস্তুতি নিচ্ছি আমি। ইনডোরে সø্যাবে ব্যাটিং করছি। কুইক বল খেলার জন্য। বল ভাল দেখার জন্য এই প্রস্তুতিটা সহায়ক। এটা আমার উন্নতি করতে সাহয্য করবে।’ সাব্বির এখন পর্যন্ত ৩৫ ওয়ানডে খেলে ফেলেছেন। ৩০ ম্যাচে ব্যাটিং করতে পেরেছেন। তার হার্টহিটিং ব্যাটিংটাই আসলে মূল আকর্ষণ। ২০১৪ সালের নবেম্বর থেকে ওয়ানডে খেলেন। তবে এখন পর্যন্ত কোন সেঞ্চুরি নাই তার। আছে চার হাফসেঞ্চুরি। ২৮.৮৪ গড়ে রান করেছেন ৭৫০। বল হাতে ১৩ ম্যাচে বল করতে পেরে মাত্র ২ উইকেট নিতে পেরেছেন। এবার আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছেন সাব্বির। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেই তিন নম্বরে ব্যাটিং করছেন। ৮ ম্যাচে এ পজিশনে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। দুই হাফসেঞ্চুরি করেছেন। এক ম্যাচে ১ রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি। প্রতি সিরিজেই একটি করে ম্যাচে ভাল করছেন। তবে সেই তুলনায় ধারাবাহিকতা নেই। এবার তাই চ্যালেঞ্জেই পড়তে চলেছেন সাব্বির। সেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন তিনি?
×