ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৩:৫৯, ২৩ এপ্রিল ২০১৭

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com (পর্ব : ২০৮) Prepositional Verb মডার্ণ কমিউনিকেশনে prepositional verb একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আমরা আজ ইংরেজী কথপোকথনে prepositional verb এর অতি প্রয়োজনীয় কিছু ব্যাবহার দেখব, যা বারবার চর্চা করে ঠিক করে নিতে হবে। এখানে মনে রাখা দরকার prepositional verb এর ব্যাবহারের ক্ষেত্রে preposition টি verb এর ঠিক পরেই বসে। যেমনঃ I am waiting for you. (Correct) I am waiting you for. (Incorrect) • Ryan is looking at these photos. • Raafin is looking for his pencil. • Rida is looking after her toys. • Yes, I agree with you. • TomÕs neighbors apologized for the noise. • The police are looking into the matter. • I approve of the new scheme. • Have you applied for the job? • The patient asked for a glass of water. • He doesnÕt care about our problems. • Do you believe in God? • Lots of people care for elderly relatives. (=Look after) • I didnÕt care for the film. (=like) • Please concentrate on your work. • The US consists of 50 states. • I can deal with any enquiries. • Claire finally decided on a holiday in Turkey. • I feel like a coffee. (=want) • Everyone laughed at the joke, • I was listening to the radio. • Did you pay for the meal? Quote on life: Choose a job you love, and you will never have to work a day in your life. Confucius.
×