ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় টানা দ্বিতীয় দিন বিক্ষোভ, ব্যাপক সহিংসতা

প্রকাশিত: ০৭:০২, ২২ এপ্রিল ২০১৭

ভেনিজুয়েলায় টানা দ্বিতীয় দিন বিক্ষোভ, ব্যাপক সহিংসতা

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে টানা দ্বিতীয় দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। বুধবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীরা রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন প্রাণ হারায়। খবর এএফপির। কারাকাস ও ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলে মাদুরো বিরোধী বিশাল জনসমাগম হয়েছে। দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সঙ্কট চলছে। বিরোধী নেতৃবৃন্দ মাদুরোকে স্বৈরশাসক আখ্যা দেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট বলেছেন, বিরোধীরা শক্তি প্রয়োগ করে তার সরকারের পতন ঘটাতে চাইছে। বৃহস্পতিবার কারাকাসে বিপুল সংখ্যক ট্রাকসহ পুলিশ বিরোধী দলের সমাবেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কারাকাসের মধ্যাঞ্চলে বিরোধীপক্ষের একটি বিক্ষোভ চলাকালে ১৭ বছর বয়সী কার্লোস জোসে মোরেনোর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। কলম্বো সীমান্তের কাছে অবস্থিত সান ক্রিস্টোবাল নগরীতে পলা রামিরেজ নামের ২৩ বছর বয়সী এক ছাত্রী নিহত হয়। যুক্তরাষ্ট্রের আরাকানসাসে এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আরাকানসাসে প্রায় এক দশকের মধ্যে এই প্রথম তারা এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করল। এ মাসের শেষ নাগাদ কয়েকজন আসাসির মৃত্যুদ- কার্যকরের তাদের বিতর্কিত পরিকল্পনা নিয়ে সমালোচনা চলার মধ্যেই এ মৃত্যুদ- কার্যকর করা হলো। রাজ্যের এ্যাটর্নি জেনারেল একথা জানান। খবর এএফপির। এ মৃত্যুদ- স্থগিত রাখার বিষয়ে একেবারে শেষ মুহূর্তে করা আবেদন মার্কিন সুপ্রীমকোর্ট নাকচ করে দেয়ার পর বৃহস্পতিবার রাতে লেদাল লী নামের এ ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়। বিষাক্ত ইনজেকশন পুশ করে এ মৃত্যুদ- কার্যকর করা হয়।
×