ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন অ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪৯, ২০ এপ্রিল ২০১৭

ওয়ালটন অ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৩ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে ‘ওয়ালটন অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে’র চূড়ান্ত পর্ব। এ উপলক্ষে বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে রাজশাহী জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রংপুর জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল ও ঢাকা জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল। ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল, বরিশাল জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল, সাতক্ষীরা জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল ও সিলেট জেলা অনুর্ধ-১৮ ফুটবল দল। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সহ-সভাপতি ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ফুটবল প্রশিক্ষক মহিদুর রহমান মিরাজ এবং সাতক্ষীরা জেলা ফুটবল সংস্থার সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান। আগামী ২৩ এপ্রিল মাঠে গড়াবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাবে। ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। তিনদিন বিরতি দিয়ে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। ড্র অনুষ্ঠানে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ফুটবলের সঙ্গে আমরা অনেকদিন ধরেই আছি। আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে প্রত্যেকটা টুর্নামেন্টের সঙ্গেই থাকার চেষ্টা করছি। শুধু ফুটবল ফেডারেশন নয়, অন্য প্রায় সব ফেডারেশনের সঙ্গেই কাজ করছি। আমরা আমাদের তরুণদের যত বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারব, তত বেশি তাদের মাদক ও খারাপ কর্মকা- থেকে দূরে রাখতে পারব। আমরা ওয়ালটন পরিবার বিশ্বাস করি এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের জাতীয় দলের পাইপলাইনে বেশ কিছু ট্যালেন্ট যোগ হবে। যারা একসময় জাতীয় দলকে সমৃদ্ধ করবে। এই ফুটবল চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করছি। আশা করব সুষ্ঠু ও সফলভাবে প্রতিযোগিতাটি শেষ হবে।’ বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘আমরা ওয়ালটনকে ধন্যবাদ জানাই, ওয়ালটন এগিয়ে এসেছে ক্রীড়ার উন্নয়নের জন্য। ক্রীড়া হতে পারে সন্ত্রাস ও মাদকের বিকল্প হাতিয়ার। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মধ্য দিয়েই উঠে আসবে আগামীর কিংবদন্তি ফুটবলাররা। জাতীয় দলের কা-ারিরা। জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট হতে পারে বিশেষ কিছু। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
×