ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ঘোষণা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৪৩, ২০ এপ্রিল ২০১৭

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি অনুযায়ী ইরানের ওপর আরোপিত কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ কতটুকু পূরণ হয়েছে তা খতিয়ে দেখবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ানের কাছে লেখা চিঠিতে বিষয়টি উল্লেখ করেছেন। খবর এএফপির। ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব এ্যাকশন (জেসিপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়। এতে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত থাকার বিনিময়ে তেহরানের ওপর আরোপিত অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। বিষয়টি নিরাপত্তা স্বার্থ রক্ষা করেছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় ট্রাম্প প্রশাসন। রায়ানের কাছে লেখা ওই চিঠিতে টিলারসন জানান, ‘ইরান এখনও বিভিন্নভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদ যোগাচ্ছে। জেসিপিএর আওতায় নিষেধাজ্ঞা হালকা হওয়ার সুযোগে ইরান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ ক্ষুণœœ করেছে কী না তা খতিয়ে দেখতে গোয়েন্দা অনুসন্ধানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন।’ ইরান এই চুক্তি মেনে চলছে কী না সে বিষয়ে প্রশাসনকে কংগ্রেসকে প্রতি তিন মাসে একবার অবহিত করতে হয়। ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর তার প্রশাসনের পক্ষ থেকে এই প্রথম কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হলো। ছয় প্রভাবশালী দেশের মধ্যস্থতায় ২০১৫ সালের জুলাইতে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ট্রাম্প প্রশাসন ওই চুক্তি পর্যালোচনা করে দেখবে কী না সে বিষয়ে টিলারসন কিছু বলেননি। চুক্তিটির অন্যতম সমালোচক হলো ইসরাইল। ইসরাইলের মতে, আগামী ১০ বছরে চুক্তির মেয়াদ পূর্ণ হবে। ১৫ বছরের মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলবে।
×