ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভায়োলেট ব্রাউন বিশ্বে সবচেয়ে প্রবীণ ব্যক্তি

প্রকাশিত: ০৪:১৭, ১৯ এপ্রিল ২০১৭

ভায়োলেট ব্রাউন বিশ্বে সবচেয়ে প্রবীণ ব্যক্তি

জ্যামাইকার ভায়োলেট ব্রাউন এখন বিশ্বে সবচেয়ে প্রবীণ ব্যক্তি। জন্মেছেন তিনি ১১৭ বছর আগে। সবচেয়ে বয়স্ক মানুষ ইতালীয় নারী এমা মোরানো শনিবার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পরে এখন জামাইকার এ নারীই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ। খবর গার্ডিয়ান অনলাইনের। মোরানোকে মনে করা হতো উনিশ শতকে জন্মগ্রহণকারী সর্বশেষ বেঁচে থাকা মানুষ। বেকডেড ইতিহাসে পৃথিবীর বয়স্কতম ৫ জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। জেরনটোলজি রিসার্চ গ্রুপের (জিআরজি) মতে, বিশ্বের এখন সবচেয়ে বয়স্ক মানুষ ভায়োলেট ব্রাউন। এ নারীর বয়স এখন ১শ’ ১৭ বছর। দেশের প্রধানমন্ত্রী এন্ড্রু ওলনেস টুইটে বলেছেন, দ্বিতীয় ও তৃতীয় বয়স্কতম ব্যক্তি হচ্ছেন জাপানের দুই নারী। নাবি তাজিমা ও চিয়ো মিয়াকো জন্মগ্রহণ করেছেন যথাক্রমে ১৯০০ সালের ৪ আগস্ট ও ১৯০১ সালের ২ মে। স্পেনের নারী আনা ভেলার (ডলার ১১৫) জন্ম হয়েছে ১৯০১ সালের ২৯ অক্টোবর। তিনি ইউরোপে সবচেয়ে বয়স্ক ব্যক্তি এবং বিশ্বে চতুর্থ বয়স্ক ব্যক্তি। তিনি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। গত বছর স্পেনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ডে ওঠেছেন। তিনি বার্সিলোনার কাছে এক বাড়িতে বাস করেন। লন্ডনে বিজয় মালিয়া গ্রেফতার ঋণখেলাপীর দায়ে অভিযুক্ত বিতর্কিত বিজনেস টাইকুন বিজয় মালিয়াকে লন্ডনে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। তাকে লন্ডন মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেছে। ইকোনমিক টাইমস। ফেব্রুয়ারিতে ভারত সরকারের পক্ষ থেকে ব্রিটেনের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। সেখানেই অনুরোধ করা হয় ব্রিটিশ হাইকমিশন যেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয়। এতে উল্লেখ করা হয়, ভারতে তার বিরুদ্ধে অর্থ কারচুপি ও ঋণখেলাপী সংক্রান্ত মামলা চলছে। গত বছর মার্চে লন্ডনে পালিয়ে যান মালিয়া। এরপর নয়াদিল্লী তার পাসপোর্ট বাতিল করে। তার বিরুদ্ধে বর্তমানে ৯ হাজার কোটি রুপী অনাদায়ী ঋণের মামলা চলছে। ১৭টি ব্যাংক তার বিরুদ্ধে মামলা করেছে? তাকে ফিরিয়ে আনতে সিবিআই দল শীঘ্রই লন্ডন যাচ্ছে বলে জানা গেছে।
×