ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জোড়া খুন দুই আসামির স্বীকারোক্তি

প্রকাশিত: ০৬:০০, ১৮ এপ্রিল ২০১৭

কুমিল্লায় জোড়া খুন দুই আসামির স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ এপ্রিল ॥ দাউদকান্দিতে সাঈদ ও মোহাম্মদ আলীকে প্রাইভেটকার থেকে নামিয়ে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামি শুক্কুর আলী ও মাসুদকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল রবিবার চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোমবার বিকেলে তারা হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়ার আদালতে জবানবন্দী দিয়েছে। গত ১ এপ্রিল বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ জোড়া খুনের ঘটনা ঘটে। জানা যায়, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার গত বছরের ৮ নবেম্বর দুর্বৃত্তের হাতে খুন হন। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামের আবদুস সামাদের ছেলে সাঈদ ও একই গ্রামের আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী। মামলার পর থেকে তাদের দুইজনের সঙ্গে চেয়ারম্যানের লোকজনসহ পরিবারের বিরোধ চলে আসছে। ১ এপ্রিল বিকেলে সাঈদ ও মোহাম্মদ আলী প্রাইভেটকারযোগে দাউদকান্দির গৌরীপুর উত্তর বাজার এলাকা দিয়ে তিতাস যাচ্ছিলেন। এ সময় নিহত মনির চেয়ারম্যানের সমর্থক দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রামের শুক্কুর আলী ও একই উপজেলার মাওড়াবাড়ি গ্রামের মাসুদসহ তাদের সঙ্গীরা রাস্তা ঘেরাও করে তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সাঈদ এবং ৭ এপ্রিল ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনায় নিহত সাঈদের মা আমেনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
×