ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন তিন শতকের সাক্ষী এমা মোরানো

প্রকাশিত: ০৩:৪৮, ১৭ এপ্রিল ২০১৭

চলে গেলেন তিন শতকের সাক্ষী এমা মোরানো

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষটি ১১৭ বছর বয়সে ইতালিতে মারা গেছেন। এক প্রতিবেদনে জানানো হয়, এমা মোরানো জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে, ইটালির পিডমন্ট অঞ্চলে। শনিবার ইতালির উত্তরাঞ্চলীয় ভারবানিয়া শহরে নিজের বাড়িতে তিনি মারা যান। খবর বিবিসির। সরকারী নথির তথ্যানুযায়ী উনিশ শতকে জন্মগ্রহণকারীদের মধ্যে এমা মোরানোই ছিলেন জীবিত শেষ ব্যক্তি। এই দীর্ঘ জীবনে তিনি তিনটি শতক দেখেছেন, দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ। তার জীবদ্দশায় ইতালিতে সরকার বদল হয়েছে ৯০ বার। বিবাহিত জীবনে মোরানোকে সইতে হয়েছে নির্যাতন। একমাত্র ছেলেকেও হারাতে হয়েছে। আট ভাইবোনের মধ্যে মোরানো ছিলেন সবার বড়। তবে তিনিই সবচেয়ে দীর্ঘায়ু পেয়েছেন।
×