ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের এমপি

প্রকাশিত: ০৬:২১, ১৬ এপ্রিল ২০১৭

রাজাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের এমপি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাঘারপাড়ার প্রেমচারা স্কুল মাঠের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি রণজিৎ রায়। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়ার আলোচিত আমজাদ হোসেন মোল্লা রাজাকার। এর আগে মার্চ মাসে বাঘারপাড়া এই কুখ্যাত রাজাকার এমপি রণজিৎ রায়ের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মাগুরার শালিখা উপজেলার সীমাখালিতে রজব আলী হত্যার ঘটনায় আমজাদ রাজাকারসহ ৪ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে আদালত। মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু ওই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সমর জোয়ারদার বলেন, ১৯৭১ সালের ১৫ আগস্ট মাগুরার সীমাখালি গ্রামে রাজাকার আমজাদ মোল্যা, কেরামত মোল্যা, ওহাব ও ফসিয়ার মোল্যা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে রজব আলী বিশ্বাসকে বাড়ি থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের ইফাজ মোল্যার আম বাগানে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় রজব আলীর ছেলে খোকন বিশ্বাস বাদী হয়ে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ৬ এপ্রিল মামলা করেন। ১০৬ জনকে ফ্রি খৎনা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সদরের চৌফলদন্ডির বহুমুখী সমাজকল্যাণ সংঘের উদ্যেগে প্রতি বছরের ন্যায় এ বছরও ফ্রি খৎনা এবং ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিম চৌফলদন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই ক্যাম্পেনে নারী-পুরুষের উপচেপড়া ভিড় লক্ষণীয়। এক ঝাঁক স্থানীয় শিক্ষিত যুবকের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১০৬ জনকে খৎনা, ৩৫০ জনকে ডায়াবেটিস পরীক্ষাসহ শতাধিক লোকজনকে অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মৎস্য উন্নয়ন বিষয়ক কর্মশালা বাকৃবি সংবাদদাতা ॥ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে লাগসই মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী। এছাড়াও বাকৃবি সাবেক উপাচার্য ড আনোয়ারুল ইসলাম, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×