ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ শেহজাদ

প্রকাশিত: ০৬:০২, ১৬ এপ্রিল ২০১৭

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ শেহজাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়লেন আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। ছোট দলের বড় তারকার রক্তে নিষিদ্ধ উপাদান ক্লেনবুটেরলের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। চলতি বছরের ১৭ জানুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে শেহজাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিষিদ্ধ ক্লেনবুটেরলের উপাদান ধরা পড়ে। ফলাফল পজেটিভ হওয়ায় আগামী ২৬ এপ্রিল থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। তবে সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আপীল করতে পারবেন শেহজাদ। এজন্য নোটিস পাওয়ার ১২ দিনের মধ্যেই তাকে এই চ্যালেঞ্জ করতে হবে। যদি এ সময়ের মধ্যে রায় নিজের পক্ষে না নিতে পারেন, শেহজাদের জন্য তখন আরও বড় বিপদ অপেক্ষা করছে। আফগানিস্তানের হয়ে সমান ৫৮টি করে ওয়ানডে এবং টি২০ খেলেছেন দেশটির তারকা ব্যাটসম্যান শেহজাদ। ২৯ বছর বয়সী এ ক্রিকেটারের মার-মার কাট-কাট ব্যাটিংয়ের জন্য বিশেষ সুখ্যাতি রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক টি২০তে ৩২.৩৪ গড়ে ১৭৭৯ রান। ব্রেন্ডন ম্যাককুলাম, তিলকরতেœ দিলশান ও মার্টিন গাপটিলের পর যা রেকর্ড চতুর্থ সর্বোচ্চ। ২০১৬ সালের আইসিসির সহযোগী দেশগুলোর সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
×