ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্র হত্যা মামলায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:২১, ১৪ এপ্রিল ২০১৭

কলেজ ছাত্র হত্যা মামলায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় যশোরের কেশবপুর উপজেলার কিসমত শানতলা গ্রামের সিদ্দিকুর রহমান গাজীর ছেলে কলেজছাত্র বোরহান ওরফে মারুফ (১৮) হত্যা মামলায় একই গ্রামের বাসিন্দা আপন পাঁচভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলো, কেশবপুর উপজেলার কিসমত শানতলা গ্রামের মৃত জয়নাল ধাবকের পাঁচ ছেলে মোঃ মহির উদ্দিন ধাবক, মোঃ জহির উদ্দিন ধাবক কহির উদ্দিন ধাবক, মোঃ দবির উদ্দিন ধাবক ও কবির উদ্দিন ধাবক। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত জহির, দবির, মহির ও কহির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং কবির পলাতক রয়েছেন। উল্লেখ্য, কিসমত শানতলা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে শওকত গাজীর সঙ্গে পার্শ¦বর্তী মৃত জয়নাল ধাবকের ছেলেদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কিসমত শানতলা গ্রামের গাজীর মোড়স্থ দবির উদ্দিন ধাবকের বাড়িতে ডেকে নিয়ে যায় শওকত গাজীর ছেলে রায়হান উদ্দিন গাজীকে (২৪)। বিইউর ফার্মেসি বিভাগে নবীনবরণ বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) স্প্রিং সেমিস্টারে ফার্মেসি বিভাগের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মঙ্গলবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এমএ গোলাম দস্তগীর। বিশেষ অতিথি ছিলেন- বিইউর উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, কোষাধ্যক্ষ কামরুল হাসান এবং বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. ইমামউদ্দিন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে বিইউ সেক্রেটারি নবাগত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে ওষুধ শিল্পে ফার্মাসিস্টদের অবদান এবং ফার্মেসি শিক্ষার ভবিষ্যত নিয়ে আলোকপাত করেন। -বিজ্ঞপ্তি
×