ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জো হার্টকে আরও এক বছর রাখতে চায় তুরিন

দিবালাকে জুভেন্টাসের নতুন অফার

প্রকাশিত: ০৫:০২, ১৪ এপ্রিল ২০১৭

দিবালাকে জুভেন্টাসের নতুন অফার

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার বিপক্ষে চমক জাগানিয়া পারফর্মেন্সের ২৪ ঘণ্টা পার হতে না হতেই পাওলো দিবালাকে পুরস্কৃত করতে চলেছে জুভেন্টাস। ২৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকারকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। নতুন এই চুক্তির মেয়াদ হবে ২০২১ সাল পর্যন্ত। বিনিময়ে প্রতি মৌসুমে ৭ মিলিয়ন ইউরো পাবেন পাওলো দিবালা। মূলত সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফর্মেন্স উপহার দেয়ার কারণেই দিবালার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে নিতে চাচ্ছে জুভেন্টাস। ২০১৫ সালে ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পালের্মো থেকে জুভেন্টাসে যোগ দেন দিবালা। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। এই সময়ের মধ্যেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। হয়ে উঠেছেন ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির মূল একাদশের গুরুত্বপূর্ণ সদস্যও। তুরিনে প্রথম মৌসুমেই সবধরনের প্রতিযোগিতায় ৪৬ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ২৩ বার বল জড়ান তিনি। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সিলোনার বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচেও আলো ছড়ান তিনি। মেসি-নেইমার-সুয়ারেজদের মতো তারকাদের নিয়ে গড়া বার্সার আক্রমণভাগকে হতাশায় ডুবিয়ে ম্যাচ শুরুর ২২ মিনিটেই দুই গোল করেন দিবাল। পরে জুভেন্টাসও সেই ম্যাচটা জিতে নেয় ৩-০ গোলের বড় ব্যবধানে। দিবালাকে নিয়ে জুভেন্টাসের তড়িঘড়ি করার অবশ্য কারণও রয়েছে। তরুণ প্রতিভাবান এই স্ট্রাইকারকে পেতে যে মরিয়া বিশ্বের সেরা সেরা ক্লাবগুলো। তবে দুইদিন আগেই পাওলো দিবালার ভবিষ্যত ঠিকানা হিসেবে রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সিলোনা ভালো হবে বলে মনে করেন ইতালির সাবেক ফুটবলার জিয়ানলুকা জামব্রোত্তা। এ বিষয়ে তিনি বলেন, ‘নিশ্চিতভাবে বার্সিলোনা। সে তরুণ এক প্রতিভা এবং সে এটার প্রমাণ রাখছে। সে সহজেই দুটি ক্লাবের একটিতে খেলতে পারবে। দুটিই অনেক বড় মাপের দল। কিন্তু একজন সৃষ্টিশীল ও আর্জেন্টিনার নাম্বার টেন হওয়ায় সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে মেসির কাছে বেশি কাছের। সে বেশি মানিয়ে যাবে বার্সিলোনায়। যেখানে একসময় রোনাল্ডিনহো খেলেছিল।’ এদিকে কাতালান ক্লাবটির তরুণ প্রতিভাবান ফুটবলার নেইমারকে তার সতীর্থ লিওনেল মেসির সমপর্যায়ের মনে করছেন মার্কো ভেরাত্তি। ব্রাজিলিয়ান তারকাকে নিজের দলে টানতে চান পিএসজির এই ইতালিয়ান মিডফিল্ডার। নেইমারকে দলে নিতে একাধিকবার চেষ্টাও করেছে পিএসজি। কিন্তু তাতে সাফল্য মিলেনি তাদের। গত বছরের অক্টোবরে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করেন এই ফরোয়ার্ড, যার মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নেইমার। যার পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত ইতালির ভেরাত্তি। নেইমার প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি যদি পিএসজির জন্য একজন খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারতাম, সেটা হত নেইমার। সে এখনও তরুণ একজন খেলোয়াড় এবং বার্সার বিপক্ষে আমরা যে দুটি ম্যাচ খেলেছিলাম তাতে সে দারুণ পারফর্ম করেছে। এই মৌসুমে সে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। সে মেসির সমপর্যায়ে রয়েছে। আমার মতোই তার বয়স এবং ভবিষ্যতে সে বড় মাপের একজন খেলোয়াড় হতে পারে।’ গত বছরের অক্টোবরে ম্যানচেস্টার সিটি থেকে ধারে খেলতে ইতালিয়ান সিরি’এ লীগের ক্লাব তুরিনতে যোগ দেন জো হার্ট। মূলত সিটিজেনদের নতুন কোচ পেপ গার্ডিওলার সঙ্গে মনোমালিন্যের কারণেই ইত্তিহাদ স্টেডিয়াম ছেড়ে দেন বলে গুঞ্জন ছিল শুরুর দিকে। তবে এক বছরের জন্য তুরিনোতে যোগ দেয়া ২৯ বছরের হার্ট আবারও প্রিমিয়ার লীগে ফিরতে মরিয়া। তার মতে, প্রিমিয়ার লীগ দুর্দান্ত। এখানে চমৎকার ফুটবল খেলা হয়। কিন্তু তুরিন চায় হার্টকে আরও এক মৌসুমের জন্য তাদের দলে রেখে দিতে। সেজন্য ম্যানচেস্টার সিটির কাছে তারা প্রস্তাবও দিয়েছে।
×