ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইস্ট-ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:৪৮, ১২ এপ্রিল ২০১৭

ইস্ট-ওয়েস্ট ভার্সিটিতে  সেমিনার

বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্র একটি তাৎপর্যপূর্ণ আইনী দলিল, ১৯৭১ সালের ১০ এপ্রিল যার আবির্ভাব হয়। এই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলা হয়। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি লাউঞ্জে ‘স্বাধীনতার ঘোষণাপত্র: বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যুদয়’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিনী এবং শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুল ইসলামের সন্তান শাহিন রেজা নুর। সেমিনারে মূল বক্তা ছিলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তুরিন আফরোজ। Ñবিজ্ঞপ্তি
×