ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি

প্রকাশিত: ০৫:৫৩, ৮ এপ্রিল ২০১৭

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ একইদিনে দুটি ম্যাচ খেলেছেন ক্যারোলিন ওজনিয়াকি। দুটি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেইসঙ্গে ডব্লিউটিএ চার্লস্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। বৃহস্পতিবার টুর্নামেন্টের পঞ্চম বাছাই দ্বিতীয় রাউন্ডে নিজের প্রথম ম্যাচে জার্মানির আনিকা বেকের মুখোমুখি হন। যেখানে তিনি ৭-৫ এবং ৬-১ সেটে পরাজিত করেন প্রতিপক্ষকে। এরপর তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার এ্যানাস্তাসিয়া রোদিওনোভার বিপক্ষে কোর্টে নামেন ড্যানিশ এই টেনিস তারকা। যেখানে ক্যারোলিন ওজনিয়াকি ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন রোদিওনোভাকে। সেইসঙ্গে পঞ্চমবারের মতো চার্লস্টন টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। তবে একইদিনে দু’টি ম্যাচ খেলাটা কখনই সহজ বিষয় নয়। আর এমন বাতাসের মধ্যে খেলাটা তো আরও বেশি চ্যালেঞ্জিং। তারপরও দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে বেশ আনন্দিত ওজনিয়াকি। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমন বাতাসের মধ্যে খেলাটা আসলেই খুব কঠিন ছিল। তাছাড়া প্রতিপক্ষরা খুব ভাল খেলছিল। ম্যাচে তারা আমাকে কখনই ছন্দে ফেরার সুযোগ দেননি।’ ২০১১ সালে সর্বশেষ ডব্লিউটিএ চার্লস্টন টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। এরপর অবশ্য এই টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণেই এবার কোয়ার্টার ফাইনালের বাধা পেরুতে দারুণ আশাবাদী ড্যানিশ তারকা। শেষ আটে তার সামনে বাধা এখন লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো। লাটভিয়ার এই টেনিস তারকার বিপক্ষে এর আগে একবারই মুখোমুখি হন ওজনিয়াকি। কিন্তু সেই ম্যাচে হেরেছিলেন ড্যানিশ তারকা গত বছর কানেকটিকাট ওপেনে। তবে এবার সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া ওজনিয়াকি। ম্যাচের আগেরদিন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি কোয়ার্টার ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের ম্যাচ দুটি দারুণ উপভোগ করেছি। ঠিক একই মানসিকতা নিয়েই পরের ম্যাচে খেলতে নামব। চেষ্টা করব আমার সেরাটাই ঢেলে দিতে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তে আমি খুবই ভাল খেলছি। এই টুর্নামেন্টের আগে আমি প্রস্তুতি ম্যাচও খেলেছি।’ ক্যারোলিন ওজনিয়াকি ছাড়াও চার্লস্টন টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছেন আমেরিকার শেলবি রজার্স, মিরজানা লুসিচ বারোনি, লরা সিগেমুন্ড এবং রাশিয়ার দারিয়া কাসাতকিনার মতো তারকারাও।
×