ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩.৪০ ভাগ

প্রকাশিত: ০৪:১৫, ৬ এপ্রিল ২০১৭

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩.৪০ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারে বুধবারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রধান বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১৩.৪০ শতাংশ। লেনদেন ও সূচকের পতনের দিনে উভয় বাজারেই জাঙ্ক বা জেড ক্যাটাগরি শেয়ারের চাহিদা বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, গত দুই দিনে সূচকের বড় উত্থানের পরে বুধবারে শুরু থেকেই বিনিয়োগকারীদের মুনাফা তোলায় ব্যস্ত থাকে। তবে বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমলেও দিনটিতে ছোট মূলধনী কোম্পানির দর বাড়তে থাকে। ফলে দরবৃদ্ধির তালিকায় সবকটিই উঠে আসে ছোট মূলধনী কোম্পানি। মূলত স্বল্প সময়ে মুনাফার জন্য এক শ্রেণীর বিনিয়োগকারী অধিক ঝুঁকিপূর্ণ এসব কোম্পানিতে বিনিয়োগ করছেন। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ১ হাজার ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ৬৪ লাখ টাকা বেশি। মঙ্গলবারে ডিএসইতে ৯৮৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮, কমেছে ১৭৬ এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ শেয়ারদর। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো সিটি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইডিএলসি, বেক্সিমকো ফার্মা, আরএসআরএম স্টিল, নাভানা সিএনজি, স্কয়ার ফার্মা ও এ্যাকটিভ ফাইন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো হাক্কানী পাল্প, রেনউইক যজ্ঞেশ্বর, জেমিনি সি ফুড, নদার্ন জুটস, লিব্রা ইনফিউশন, এনসিসি ব্যাংক, পিএইপি মিউচুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, এবিবি মিউচুয়াল ফান্ড ও সালভো কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮, কমেছে ১৪৩ এবং অপরিবর্তিত রয়েছে ২০ কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল, বিএসআরএম স্টিল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ডেল্টা ব্র্যাক হাউজিং।
×