ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্ন পরিবেশ

প্রকাশিত: ০৪:০৯, ৬ এপ্রিল ২০১৭

পরিচ্ছন্ন পরিবেশ

ঢাকা শহরের নাগরিক জীবন বহু সমস্যার মুখোমুখি। এসব মোকাবেলা করে বেঁচে থাকা। শহরে সমস্যার অন্ত নেই। এক সমস্যার সমাধান হলে আরেক সমস্যা সামনে এসে অট্টহাসি হাসে। মানুষের যে ছয়টি মৌলিক চাহিদা রয়েছে তার কোনটাই ঢাকা শহরের অধিকাংশ মানুষ পূর্ণভাবে লাভ করতে পারে না। ঢাকা শহরের প্রধান সমস্যা যানযটের পরই ময়লা-আবর্জনার সমস্যাটি দ্বিতীয় স্থান দখল করে আছে। শহরের প্রায় প্রতিটি স্থানেই ময়লা-আবর্জনার ভাগাড় দৃশ্যমান। যান চলাচলের ব্যস্ততম রাস্তা থেকে শুরু করে নদী, নালা, খাল এমনকি সিটি কর্পোরেশনের ড্রেনগুলোতে আবর্জনা ময়লা পানির স্বাভাবিক গতিধারাকে আটকে দিচ্ছে। যদিও শহরের অনেক স্থানে ময়লা আবর্জনা ফেলবার জন্য ডাস্টবিন তৈরি করে দেয়া হয়েছে কিন্তু সময় মতো ময়লা না সরানোর কারণে দুর্গন্ধ যেন দুর্বিষহ হয়ে ওঠে। ময়লা-আবর্জনার গন্ধ শহরের বাতাসে মিশে বাতাসকেও দূষিত করে ফেলছে। শহরের ¯িœগ্ধ সকালে বাতাসের সঙ্গে যখন ময়লা-আবর্জনার পচা-বাসি গন্ধ নাক দিয়ে করে প্রবেশ করে তখন যে কোন লোকের মেজাজই সপ্তমে চড়ে যাবে; তাতে সন্দেহ নেই। রাস্তার পাশে যদি ময়লা একবার ফেলা শুরু করা যায় তাহলে সেই রাস্তা ময়লা-আবর্জনা দিয়ে দখল হতে বেশি সময় লাগে না। তখন ময়লা-আবর্জনার মধ্যে রাস্তা খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পড়ে। এক্ষেত্রে নাগরিক ও কর্তৃপক্ষের সচেতনতা অনেক জরুরী। খারাপ লাগে তখনই যখন দেখি ব্যস্ততম রাস্তার দখলকৃত জায়গা উদ্ধার করার পর কয়েকদিন যেতে না যেতেই সেখানেই আবার ময়লার ভাগাড় জমা হতে থাকে। শহরের প্রায় প্রতিটি মহল্লায়ই প্রধান রাস্তার পাশে এ রকম বহু ময়লা-আবর্জনার ভাগাড়খানা রয়েছে। বলা হয়ে থাকে, একজন মানুষের মনের অবস্থা কি রকম তা তার বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেই বোঝা যায়। শহরের যেখানে সেখানে ময়লা- আবর্জনা দেখে আমাদের মনের অবস্থা ও রুচিবোধ নির্ণয় করা কঠিন নয়। আমাদের অনেকেরই মধ্যে রাস্তার যেখানে সেখানে থুতু, কাশি ও নাক ঝাড়ার বদভ্যাস যেন শিকড় গেড়ে বসে আছে। রাস্তা, সড়ক বা যে কোন মনুষ্যচলাচল পথ দিয়ে হেঁটে গেলে থুতু, কাশির কারণে স্বাভাবিক চলাচল প্রায়ই ব্যাহত হয়। আর এই বদভ্যাসের ফলে পরিবেশ দূষিত তো হচ্ছেই; সঙ্গে সঙ্গে বাতাসে মিশে যাচ্ছে রোগজীবাণু। শহরের অনেক রাস্তার পাশে পরিকল্পনাবিহীন কলকারখানা ও মেকানিক্যাল, দোকানপাট গড়ে ওঠার ফলে ময়লার ভাগাড় যেন দিনকে দিন উঁচু থেকে উঁচুতর হচ্ছে। ঢাকা শহরকে বেশ কয়েকবার বসবাসের অযোগ্য শহর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ময়লা ও জঞ্জাল এর অন্যতম একটি কারণ। তবু ময়লা-আবর্জনা সরানোর কোন চিন্তাই বুঝি কারও নেই। পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনার মধ্যে কতখানি ঘাটতি যে রয়েছে তা বৃষ্টির দিনগুলোতে উপলব্ধি করা যায়। শহরের জঞ্জাল সমস্যা সমাধানের জন্য নাগরিক জীবনের প্রতিটি স্তর থেকে প্রত্যেককে সচেতনভাবে কাজ করতে হবে। নগর পরিকল্পনাবিদদের যথাযথ এবং দীর্ঘমেয়াদী অবকাঠামোগত উন্নয়ন এবং তা পরিচর্যার ও দেখভালের ব্যবস্থা অত্যন্ত জরুরী। বনানী, ঢাকা থেকে
×