ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিইউ নিয়ে বিএনপির বক্তব্য দেশ ও গণতন্ত্র বিরোধী ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৯:১৪, ৫ এপ্রিল ২০১৭

আইপিইউ নিয়ে বিএনপির বক্তব্য দেশ ও গণতন্ত্র বিরোধী ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ বলেছে, এ সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্য দেশ ও গণতন্ত্রবিরোধী। এর মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে প্রমাণিত হয়েছে বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে চায়। মঙ্গলবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখমাত্র এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, আইপিইউ সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে বিএনপির দেয়া বক্তব্য শুধু সরকারবিরোধী নয়, জাতিবিরোধী। এটা সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশীদের কাছে দেশের সম্মানহানি করার একটি অপকৌশল। হাছান মাহমুদ বলেন, সরকারের ইচ্ছায় এ সম্মেলন হচ্ছে না। ১৭৩টি দেশের সিদ্ধান্ত অনুযায়ী এবার বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি শুধু বাংলাদেশ সরকারের সফলতা নয়, রাষ্ট্রের সফলতা নয়, গোটা জাতির সফলতা। বিএনপির মনে রাখা উচিত বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে গৃহীত না হলে ঢাকায় এই সম্মেলন হতো না। বর্তমান জাতীয় সংসদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেই সাবের হোসেন চৌধুরী আইপিইউয়ের এবং স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। হাছান মাহমুদ বলেন, ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্টভোগীদের নিয়ে এ দলটির জš§ হয়েছে। অবৈধভাবে জš§ দলটি গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। বিএনপি যে বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রার পথে একটি অন্তরায়, সেটি তারা সোমবার সংবাদ সম্মেলনে আইপিইউ সম্মেলন নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রমাণ করেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ফরিদুন নাহার লাইলী, ডাঃ রোকেয়া সুলতানা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
×