ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শততম টেস্ট জয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে দুদক

প্রকাশিত: ০৫:৫৮, ৫ এপ্রিল ২০১৭

শততম টেস্ট জয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে দুদক

স্টাফ রিপোর্টার ॥ শততম টেস্ট জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৬ এপ্রিল ক্রিকেট দলকে এ সংবর্ধনা দেয়া হবে। দুদকের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থার সচিব আবু মোঃ মোস্তফা কামাল জানিয়েছেন। এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে বলেন, সমাজে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের গ্রহণযোগ্যতা অনেক। তাদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে দুর্নীতিবিরোধী কাজ আরও বেগবান হবে। ক্রিকেটাররা দুর্নীতিবিরোধী কাজে এগিয়ে আসলে তরুণ প্রজন্মের মধ্যেও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে উঠবে। সূত্র জানায়, বাংলাদেশ ক্রিকেট দলের ২০ খেলোয়াড় ছাড়াও ম্যানেজার, কোচিং স্টাফসহ মোট ২৫ জনকে এই সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনায় খেলোয়াড়দের জন্য ক্রেস্ট ও ফুলের তোড়া এবং ক্রিকেট বোর্ডের জন্য পৃথকভাবে বড় একটি ক্রেস্ট দেয়া হবে। উল্লেখ্য, গত ১৯ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল শততম টেস্টে স্বপ্ন পূরণ ছিনিয়ে আনে। কাবাডিতে আসছে বড় ক্লাবগুলো স্পোর্টস রিপোর্টার ॥ দেশের শীর্ষ ক্লাবগুলো যেমন : মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশ নিলেও তাদের কোন কাবাডি দল নেই। তবে অচিরেই হচ্ছে। দেশের কাবাডির যাচ্ছেতাই এক অবস্থায় দায়িত্ব নিয়েছে বর্তমান এ্যাডহক কমিটি। সে কমিটি উদ্যোগ নিয়েছে দেশের এই শীর্ষ ক্লাবগুলোকে কাবাডিতে আনতে। ইতোমধ্যেই তারা কথা বলেছেন এ চার ক্লাবের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে। আলোচনাকে মোটামুটি সফল। ফেডারেশন আশা প্রকাশ করছে আগামীতে কাবাডি লীগে ক্লাবগুলো আত্মপ্রকাশ করবে। শুধু তাই নয়, এ চার ক্লাব ছাড়াও আরও কয়েকটি ক্লাবের সঙ্গে ফেডারেশন আলোচনা করবে। যাদের খেলার সামর্থ্য আছে, ভাল দল গড়ার ইচ্ছে আছে তাদের নিয়ে বসবে ফেডারেশন। তাদের বড় কাজ হবে ক্লাবগুলোকে খেলোয়াড় সরবরাহ করা। তৃণমূল পর্যায়ে এ বছর দেশজুড়ে ১১টি কাবাডি টুর্নামেন্ট আয়োজন করবে ফেডারেশন। এভাবে দেশব্যাপী খেলা হলে অনেক খেলোয়াড় তৈরি হবে। যদি লীগে বড় ক্লাবগুলোকে আনতে পারে তাহলে খেলোয়াড়দের খেলার সুযোগ বাড়বে। আর সে জন্যই মোহামেডান-আবাহনীসহ বড় ক্লাবগুলোকে লীগে খেলানোর উদ্যোগ নিয়েছে ফেডারেশন। ক্রিকইনফোর ভারতসেরা জাদেজা স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ভারতীয় মৌসুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। ঘরের মাটিতে সদ্য সমাপ্ত গত মৌসুমে ১৩টি টেস্টে ব্যাট হাতে ৫৫৬ রানের পাশাপাশি বল হাতে ৭১টি উইকেট নিয়েছেন। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তুখোড় এই অলরাউন্ডার। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়াবধেও হয়েছেন সিরিজসেরা। গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর মার্চ পর্যন্ত পারফর্মেন্সের বিচারে ৬৫ শতাংশ ভোট পেয়েছেন জাদেজা। এরমধ্যে পাঠকরা দিয়েছেন ২০ হাজার ৫শ’ বেশি ভোট। জাদেজা শুধু পাঠকদের কাছ থেকেই বেশি ভোট পাননি, ইএসপিএনক্রিকইনফোর স্টাফ এবং ভারতের সাবেক তিন ক্রিকেটারকে নিয়ে গড়া প্যানেল থেকেও সর্বোচ্চ ভোট পেয়েছেন। প্যানেলের ১০ জন সদস্যের কাছ থেকে ৬টি ভোট পান টেস্ট বোলারদের শীর্ষে ও অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাদেজা। সেরা ইনিংসের মর্যাদা পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পুনেতে ভারতের বিপক্ষে তার ১০৯ রানের ইনিংসটি সেরা বলে বিবেচিত হয়। আর বেঙ্গালুরু টেস্টে নাথান লেয়নের ৫০ রানে ৮ উইকেট সেরা বোলিং ফিগার। সেরা সাপোর্টিং খেলোয়াড় হয়েছেন ভারতের পেসার উমেশ যাদব। মৌসুমে সেরা ম্যাচ ভারত-অস্ট্রেলিয়ার ব্যাঙ্গালুরু টেস্ট। ভারতের মাটিতে গত মৌসুমে সেরা অভিষিক্ত খেলোয়াড় ইংল্যান্ডের হাসিব হামিদ ও সেরা সফরকারী খেলোয়াড় হয়েছেন অসি-অধিনায়ক স্মিথ।
×