ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ ॥ স্বাধীনতা দিবস উদ্যাপিত

প্রকাশিত: ০৬:৩৭, ২ এপ্রিল ২০১৭

ক্যাম্পাস সংবাদ ॥ স্বাধীনতা দিবস উদ্যাপিত

প্রাইম ইউনিভার্সিটি রাজধানীর প্রাইম ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবসে ছিল নানা অনুষ্ঠান। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। পরে মাজার রোডের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মীর শাহাবুদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ক্ষমতার পালাবদলে নানাভাবে আমাদের ইতিহাস বিকৃত হয়েছে। স্বাধীনতার এতো বছর পরও আমরা আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পারিনি। মুক্তিযুদ্ধের সময় এদেশের আপামর জনগণের ভূমিকার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কী ভূমিকা রেখেছিলেন তার সঠিক ইতিহাস আমাদের শিক্ষার্থীদের জানতে হবে। বক্তারা আরও বলেন, স্বাধীনতার সংগ্রামে যারা বিরোধিতা করেছিল তাদের উত্তরসূরিরাই আজ জঙ্গিবাদে সংশ্লিষ্ট। জঙ্গীবাদের উদ্ভব হঠাৎ করে সৃষ্টি হয়নি। এর আগেও পৃথিবীর বিভিন্ন স্থানে জঙ্গীবাদের উদ্ভব ঘটেছে। শুধু প্রশাসন দিয়ে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব নয়। এই জন্য প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। সাংস্কৃতিক অবক্ষয় রোধ করতে হবে। বাঙালী জাতির প্রকৃত সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ-জাতির মানসিক ও বাস্তবিক উন্নয়ন ঘটানোর আহ্বান জানান বক্তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নৃপেন মৈত্র, কোষাধ্যক্ষ মামুন সোবহান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দীন শাহ, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এ নূর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান, রেজিস্ট্রার এম এ জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৯ মার্চ মিরপুরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল এবং বিইউবিটির একাডেমিক এ্যাডভাইজরি কমিটির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিইউবিটি ট্রাস্ট্রের সদস্য ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা আন্দোলনে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি আ. ক. ম. মোজাম্মেল হককে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিইউবিটির পক্ষ থেকে সম্মাননাসূচক ক্রেস্ট ও স্বর্ণ পদক প্রদান করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×