ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাঠে নামছে আজ রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৩১, ২ এপ্রিল ২০১৭

মাঠে নামছে আজ রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার থেকেই শুরু হয়েছে ক্লাব ফুটবলের লড়াই। স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিন দলই। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ আতিথ্য দিবে আলাভেসকে। অন্যদিকে গ্রানাডা সফরে যাবে লুইস এনরিকের বার্সিলোনা। এছাড়া দিনের অন্য দুই ম্যাচে সেভিয়া মুখোমুখি হবে স্পোর্টিং গিজনের এবং ভ্যালেন্সিয়া খেলবে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। গত বছরটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ এবং সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিনেদিন জিদানের চোখে এবার লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন। সেই লক্ষ্যে দারুণভাবেই এগিয়ে চলছে তার শিষ্যরা। এই মুহূর্তে লা লিগার শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। মৌসুমের প্রথম ২৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৬৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা বার্সিলোনার দখলে ৬৩ পয়েন্ট। আজ খর্ব শক্তির দল আলাভেসের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় লস ব্ল্যাঙ্কোসরা। তুলনামূলক খর্ব শক্তির দল আলাভেস এখন ২৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দশম স্থানে অবস্থান করছে। যে কারণেই এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছেন না রিয়ালের কোচ জিনেদিন জিদান। গত মৌসুমে গুরুত্বপূর্ণ তিনটি শিরোপা জিতলেও লা লিগা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে এবার সুযোগ এসেছে লা লিগা জেতার। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা নিজেদের শোকেসেই রাখার। দুটি শিরোপা জেতার ব্যাপারেই আশাবাদী দলটির এ্যাটাকিং মিডফিল্ডার ইস্কো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জেতার যোগ্য। এই মৌসুমে আমরা বেশ ভাল সময় কাটিয়েছি। দুটি শিরোপা জেতার যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের সামনে। ইতিমধ্যে আমাদের এই দলটা অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচগুলো থেকে আমরা অনুপ্রেরণাও নিতে পারি।’ আগামী ১৩ এপ্রিল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখের। ১৯ এপ্রিল ফিরতি লেগে এ্যালিয়াঞ্জ এ্যারেনায় রিয়ালকে আতিথেয়তা দেবে বাভারিয়ানরা। এদিকে লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সাকে স্বাগত জানাবে আজ গ্রানাডা। মৌসুমের শুরুতে লুইস এনরিকের শিষ্যরা নিষ্প্র্রভ থাকলেও এ বছরটা দুর্দান্ত কেটেছে কাতালানদের। কয়েকটি ম্যাচে রিয়াল বাজে পারফর্ম করলে তো লীগ টেবিলের শীর্ষস্থানও দখল করে নিয়েছিলেন মেসি-নেইমাররা। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারার কারণে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিটকে গেছে তারা। যে কারণেই আজ সতর্ক থেকেই গ্রানাডার মুখোমুখি হবে লুইস এনরিকের দল। তার আগে ইতোমধ্যেই বার্সায় এসে পৌঁছেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তবে এবার বেশ নীরবেই কাতালান ক্লাবটিতে ফিরেছেন এলএম টেন। চিলির বিপক্ষে ম্যাচ চলাকালীন সহকারী রেফারির সাথে বাজে আচরণের অভিযোগে বাছাইপর্বের চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। গত সপ্তাহে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে মেসিকে নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে জাতীয় দলের জার্সিতে ওই ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত একদিনের বাড়তি ছুটি কাটিয়ে বার্সিলোনায় ফিরে দলের সাথে যোগ দেন বিশ্বনন্দিত এই ফুটবলার। দলের সাথে শুক্রবার অনুশীলনও করেছেন মেসি। তবে গ্রানাডার বিপক্ষে ম্যাচে অবশ্য খেলতে পারবেন না মেসি। কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকতে হবে তাকে। মেসির সাথে কালাতানদের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও। মঙ্গলবার রাতেই প্যারাগুয়ের বিপক্ষে দারুণ জয় নিয়ে প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপ টিকেট নিশ্চিতের পাশাপাশি দীর্ঘ ছয় বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও পৌঁছেছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। ফলে অনেকটা ফুরফুরে মেজাজ নিয়েই গ্রানাডার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চলা এই অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। আক্রমণ ভাগে তাদের সঙ্গী লুইস সুয়ারেজ অবশ্য একদিন আগেই এসে যোগ দিয়েছেন দলের অনুশীলনে। আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে শুক্রবার প্রথমবার একসঙ্গে অনুশীলন করলেন ‘এমএসএন’। চলতি মৌসুম শেষেই বার্সিলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন লুইস এনরিকে। এরপরই বার্সার কোচ হতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। এই তালিকায় সামনের দিকেই রয়েছেন সেভিয়ার কোচ জর্জ সাম্পাওলি। তার বড় সুবিধা সে দলের সেরা তারকা লিওনেল মেসির স্বদেশী। সেই সঙ্গে সাম্পাওলির অধীনে সেভিয়ার পারফর্মেন্সও দুর্দান্ত। লিওনেল মেসির কোচ হওয়ার ইচ্ছে অনেক আগেই প্রকাশ করেছিলেন সাম্পাওলি। শুক্রবার নতুন করে নিজের আগ্রহের কথা জানিয়ে সাম্পাওলি বলেন, ‘আমার স্বপ্ন মেসির কোচ হওয়া এবং টাচলাইন থেকে প্রতিদিনই তাকে দেখা। খুব কাছে থেকে লিওনেল মেসিকে দেখার স্বপ্নটা সত্যিই অন্যরকম।’ তার দল সেভিয়া আজ লা লিগায় স্পোর্টিং গিজনকে আতিথ্য দিবে।
×