ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ০৫:৩২, ২ এপ্রিল ২০১৭

এইচএসসি পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। আটটি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৩৪ হাজার ৯৪২ জন কম। এদিকে রাজধানীতে এ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অপরাধীরা বিভিন্ন নামে ভুয়া আইডি খুলে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস এ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে আসছিল। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে। জানা গেছে, পরীক্ষার প্রথম দিন আজ সকালে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র, বাংলা (আবশ্যিক) প্রথমপত্র (ডিআইবিএস) এবং আলিমে কুরআন মাজিদের পরীক্ষা হবে। কারিগরিতে সকালে বাংলা-২ (১১২১) ও বিকেলে বাংলা-১ (১১১১) বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে ২টা থেকে ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হবে ২৫ মে। এবার আট হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা দুই হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিদেশে সাতটি কেন্দ্রে ২৭১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বছর মোট ২৬টি বিষয়ের ৫০টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ও ছাত্রী পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে নয় লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের অধীনে ৯৬ হাজার ৯১৪ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৬৬৯ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে তিন লাখ ৩৬ হাজার ৬৯৩, রাজশাহী বোর্ডে এক লাখ ২৩ হাজার ৬১৬, কুমিল্লায় এক লাখ এক হাজার ৪৫০, যশোরে এক লাখ ৪ হাজার ১২৯, চট্টগ্রামে ৮৩ হাজার ১৯৩, বরিশালে ৬১ হাজার ৫৬২, সিলেটে ৬৫ হাজার ৩৬৮ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ৬ হাজার ৭৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ভুয়া প্রশ্নপত্রসহ দুজন গ্রেফতার, মামলা ॥ এদিকে পরীক্ষার একদিন আগে শুক্রবার রাতে ভুয়া প্রশ্নপত্রসহ প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ। রাজধানীর মগবাজার নয়াটোলা মোড় থেকে শহিদুল ইসলাম ও গোলাম সরোয়ার সাজিদ নামে এ দুজনকে গ্রেফতার করা হয়। দুজন বিভিন্ন নামে ভুয়া আইডি খুলে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস এ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে আসছিল। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম। এ সময় নাজমুল আলম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে এক অনলাইন সংবাদকর্মী আমার ইনবক্সে মতিউর রহমান ফেসবুক আইডিধারী এক ব্যক্তির নামে কিছু তথ্য দেন। সেখানে দেখা যায়, আইডিধারী ওই ব্যক্তি তার ফেসবুক ওয়ালে প্রশ্নফাঁস বিষয়ে এক চটকদার স্ট্যাটাস দেন। মতিউর রহমান তার স্ট্যাটাসে বলেন, ‘যারা আগেরবার ভুল করেছেন তারা এবার আর ভুল করবেন না। এসএসসি/এইচএসসির একশো ভাগ কমন প্রশ্নের জন্য শুধুমাত্র আমার ম্যাসেঞ্জারের ইনবক্সে যোগাযোগ করুন। প্রশ্নের দাম ১ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা।’ পরে ওই ব্যক্তির ওই স্ট্যাটাসের সূত্র ধরেই আমরা বিষয়টি নিয়ে অধিক তদন্তে নামি। এর প্রেক্ষিতেই শহিদুল ও সাজিদ নামে প্রশ্নফাঁস চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানান নাজমুল আলম। জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা মোবাইলসহ বিভিন্ন আইটি ডিভাইস ব্যবহার করে ফেসবুক ফেক আইডি, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটস এ্যাপের মাধ্যমে কলেজ শিক্ষকের নিকট হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে। পরবর্তীতে পরীক্ষার্থীদের ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে অবৈধভাবে অর্থ উপার্জন করে। তারা আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ তৈরি করে। গ্রেফতারকৃতরা এসএসসি ও এইচএসসি ২০১৭ এবং মেসেঞ্জারে এইচএসসি ২০১৭-এর এ্যাডমিন। গ্রেফতারকৃত সাজিদ হ্যালো ব্রাদার্স-এর এ্যাডমিন হিসেবে ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে এক শ’ ভাগ প্রশ্ন কমন দেবে মর্মে একটি স্ট্যাটাস দেয়। সংবাদ সম্মেলনে নাজমুল আলম আরও জানান, গ্রেফতারকৃতরা জানায়, বর্তমানে ব্যাপক হারে গোয়েন্দা নজরদারির কারণে তারা প্রশ্নফাঁস কর্মকা- পরিচালনার ক্ষেত্র হিসেবে ফেসবুক মাধ্যম থেকে সরে এসেছে। তবে মেসেঞ্জারে এখনও তারা সক্রিয় বলে আমাদের কাছে স্বীকার করেছে। এছাড়া টেলিগ্রাম নামে তারা একটি এ্যাপস ব্যবহার করে, যেটির মাধ্যমে এর আগে জঙ্গীরা তাদের কর্মকা- পরিচালনা করত। ডিসি নাজমুল আলম বলেন, রবিবার (আজ) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি আগামীতে যেসব শিক্ষার্থী এ ভুয়া প্রশ্ন যোগাড়ের জন্য অর্থ লেনদেন করবে অথবা এসব চক্রের সঙ্গে শিক্ষার্থীদের যদি যোগাযোগের কোন প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় প্রশ্নফাঁসের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা অর্থাৎ পরীক্ষা বাতিলসহ যে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে। পাশাপাশি আমরা জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে এবার থেকে আইনী ব্যবস্থা নিতে যাচ্ছি।
×