ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীম নোশিন নাওয়াল খান

বিশ্বের শ্রেষ্ঠ চাকরি!

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ মার্চ ২০১৭

বিশ্বের শ্রেষ্ঠ চাকরি!

লেখাপড়া শেষে একটা ভাল চাকরির প্রত্যাশা সবাই করে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, আপনার স্বপ্নের চাকরি কী? উত্তরটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। স্বপ্ন তো আর সবার একই রকম হয় না। তবে সবার চাওয়ায় একটা মিল থাকবে- এমন একটা চাকরি দরকার যেখানে পরিশ্রম কম, কিন্তু মোটা বেতন পাওয়া যাবে। আচ্ছা, এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি। ঘুরতে কেমন লাগে আপনার? প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই যে কেউ লাফিয়ে উঠে বলবেন, দারুণ লাগে! কিন্তু যদি জানতে চাওয়া হয়, ঘোরার সুযোগ পান কতটুকু? পানসে মুখে অধিকাংশ মানুষই উত্তর দেবেন, সুযোগ আর কোথায়? অফিস করে কি আর ঘুরে বেড়ানো যায়? অফিস কি ঘুরতে যাওয়ার ছুটি দেয়? এখন দুইয়ে দুইয়ে চার মেলানোর পালা। ধরুন, আপনাকে এমন একটা চাকরি দেয়া হলো- যেখানে আপনি শুধু ঘুরে বেড়াবেন। আর ঘুরে বেড়ানোর জন্য আপনি প্রতি মাসে ৮ হাজার পাউন্ড বেতন পাবেন। অবিশ্বাস্য মনে হচ্ছে? বিষয়টা কিন্তু মোটেও অসম্ভব বা অবাস্তব নয়। সম্প্রতি থার্ডহোম নামক টেনেসিভিত্তিক একটি প্রতিষ্ঠান এমনই একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই চাকরিটিকে তারা ‘বিশ্বের সেরা চাকরি’ হিসেবে দাবি করছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এটি সবার কাছেই এই স্বীকৃতি লাভ করেছে। থার্ডহোম এমন একজনকে খুঁজছে, যে বিভিন্ন স্থান ঘুরে সেসব স্থানে ভ্রমণের অভিজ্ঞতা জানাবে লেখা, ছবি ও ভিডিওর মাধ্যমে। অবশ্য এমন আরামদায়ক চাকরি পেতে হলে অনেক বেশি যোগ্যতা তো থাকতেই হবে। থার্ডহোমও আবেদনকারীদের জন্য বেশকিছু যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে। আবেদনকারীকে হতে হবে সৃজনশীল ও ভ্রমণপ্রিয়। লেখালেখি, ব্লগিং, ভলগিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞতা তুলে ধরা, ছবি তোলা ও ভিডিও করার ক্ষেত্রে হতে হবে পারদর্শী। পাশাপাশি থাকতে হবে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স। পূর্বের কোন অপরাধের রেকর্ড থাকা যাবে না। প্রার্থীকে অবশ্যই ইংরেজীতে দক্ষ হতে হবে। প্লেনে ওড়ার ভয় থাকা চলবে না। আরও বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধে। এই যোগ্যতাগুলো থাকলে যে কোন দেশের যে কেউই আবেদন করতে পারবেন বিশ্বের শ্রেষ্ঠ চাকরির জন্য। কাজ হিসেবে আপনাকে তিন মাস বিশ্বভ্রমণ করতে হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ১২টি বিলাসবহুল বাড়িতে থাকার অভিজ্ঞতা বর্ণনা করাই হবে আপনার প্রধান কাজ। এক্ষেত্রে থার্ডহোম আপনার যাতায়াত, থাকা-খাওয়ার সমস্ত খরচ দেবে। সেই সঙ্গে প্রতি মাসে আপনাকে দেবে ৮ হাজার পাউন্ড বা ১০ হাজার ডলার। বাংলাদেশী টাকায় এই মূল্য দাঁড়ায় ৮ লাখ টাকা। অর্থাৎ তিন মাস বিশ্বভ্রমণ করে আপনি পাচ্ছেন ২৪ লাখ টাকা। যিনি চূড়ান্তভাবে এই চাকরির জন্য নির্বাচিত হবেন, তিনি তার সঙ্গে একজন ভ্রমণসঙ্গীও নিতে পারবেন। তবে সঙ্গীর যাতায়াতের কোন খরচ থার্ডহোম বহন করবে না। কিন্তু তার থাকার ব্যবস্থা করে দেবে এই কোম্পানিটিই। সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে ভ্রমণসঙ্গী হিসেবে কোন পোষা প্রাণী নেয়ার অনুমতি দেয়া হবে না। এই চাকরি ছাড়া আর কোন চাকরিকে আপনি বিশ্বের শ্রেষ্ঠ চাকরি বলবেন? চোখ বন্ধ করেই তাই সবাই বলে দিয়েছে, এটাই বিশ্বের সেরা চাকরি। থার্ডহোমের এই চাকরির জন্য আবেদন করার নিয়মটাও খুব কঠিন নয়। একটা এক মিনিটের ভিডিও পাঠাতে হবে, যেখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন এই কাজটির জন্য আপনি উপযুক্ত। এই ভিডিও করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সৃজনশীলতার পরিচয় দিতে হবে। প্রতিদিন হাজার হাজার আবেদনকারী এই চাকরির জন্য আবেদন করছেন। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনেও এই চাকরি নিয়ে সংবাদ হয়েছে। তাতে অবশ্য বেশ খুশি থার্ডহোম। তাদের মতে, এতে করে যোগ্য প্রার্থীকে খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে। বিশ্বের সেরা চাকরির জন্য আবেদন করতে মন ছটফট করছে নিশ্চয়ই? সেক্ষেত্রে অবশ্য একটা দুঃসংবাদ আছে। সেটা হলো, ৩০ মার্চ এই চাকরির জন্য আবেদন করার শেষ সময় পার হয়ে গেছে। এখন দেখার পালা, কোন ভাগ্যবান ব্যক্তি জিতে নেন বিশ্বের শ্রেষ্ঠ চাকরিটা।
×