ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

সাধ্যমতো সহায়তা

প্রকাশিত: ০৫:১৬, ৩০ মার্চ ২০১৭

সাধ্যমতো সহায়তা

প্রতিবন্ধীরাও মানুষ, তাদের রয়েছে বাঁচার অধিকার। প্রতিবন্ধীদের প্রাপ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়লেও বাস্তবতা হচ্ছে প্রতিবন্ধীদের দুর্ভোগের অন্ত নেই। সচ্ছল পরিবারের প্রতিবন্ধীরা কিছুটা স্বস্তিতে থাকলেও এখনও সমাজে বেশিরভাগ প্রতিবন্ধী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। অনেক পরিবারের প্রতিবন্ধী শিশুকে লোকচক্ষুর আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়। একসময় প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা হতো। কিন্তু এখন এটা প্রমাণিত হয়েছে, প্রয়োজনীয় সহযোগিতা পেলে প্রতিবন্ধীরাও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। সবচেয়ে বড় কথা, একটু সুযোগ করে দিলেই তারা সমাজের মূল স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সঠিক পরিচর্যা পেলে অটিস্টিক শিশুরাও প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম। আসলে প্রতিবন্ধীদের সমস্যাটি যত ব্যাপক, সে অনুযায়ী সমস্যা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারী চাকরির ক্ষেত্রে তাদের গুরুত্ব দেয়া হলেও বেসরকারী চাকরির ক্ষেত্রে তাদের ততটা মূল্যায়ন করা হয় না। দেখা যায়, প্রতিবন্ধীরা নিজ পরিবারেই নিগৃহীত হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে তারা অবহেলিত। মনে রাখা দরকার অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য যে কোন কারণে কোন সুস্থ ব্যক্তিকে যে কোন সময় প্রতিবন্ধীর বিড়ম্বিত ভাগ্যবরণ করতে হতে পারে। বর্তমানে যেখানে একজন সুস্থ সবল ব্যক্তিকে জনস্রোতের প্রবল ধাক্কায় যে কোন গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয়, সেখানে প্রতিবন্ধীদের প্রতিনিয়ত কী দুর্ভোগ সহ্য করতে হয়, তা সহজেই অনুমান করা যায়। বাস্তবতা হচ্ছে, একজন প্রতিবন্ধী দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও সামান্য সহযোগিতার জন্য কেউ হাত বাড়াতে চায় না। তাই আসুন আমরা যে যার সাধ্যমতো প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই। মুলাদী, বরিশাল থেকে
×