ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে সরকারের সদিচ্ছা প্রতিফলিত হয়নি

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ মার্চ ২০১৭

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে সরকারের সদিচ্ছা প্রতিফলিত হয়নি

স্টাফ রিপোর্টার ॥ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনবান্ধব কঠোর আইন করার অঙ্গীকার করলেও প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে সরকারের সদিচ্ছার প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার মন্ত্রিসভায় অনুমোদিত আইনের কপি পর্যালোচনা শেষে এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করে সংগঠনটি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রস্তাবিত আইনে গণপরিবহনের ভাড়া নির্ধারণ, সরকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। এছাড়াও আইনে অপরাধ ও দ-ের ক্ষেত্রে সকল ধারা আপোসযোগ্য ও জামিনযোগ্য রাখায় সড়ক দুর্ঘটনার নামে দেশে যে ধারাবাহিক হত্যাকা- চলছে, তা কোনভাবে বন্ধ করা যাবে না বলে দাবি করে সংগঠনটি। এছাড়া পরিবহনে চাঁদাবাজি, অবৈধ ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করা, গণপরিবহনে অগ্নিসংযোগ করে যাত্রী-শ্রমিক পুড়িয়ে মারার কোন শাস্তির বিধান রাখা হয়নি। ইচ্ছাকৃত সড়ক দুর্ঘটনা বা বেপরোয়া যানবাহন চালিয়ে হত্যার ক্ষেত্রে ৩ বছরের সাজা রাখা হয়েছে, যা যাত্রীসাধারণকে হতাশ করেছে, এটি প্রকারান্তরে সড়ক দুর্ঘটনাকে আইনগত বৈধতা দেয়ার শামিল বলে দাবি করে সংগঠনটি।
×