ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ডে এরদোগান বিরোধী বিক্ষোভ ॥ সুইস রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত: ০৩:১৪, ২৭ মার্চ ২০১৭

সুইজারল্যান্ডে এরদোগান বিরোধী বিক্ষোভ ॥ সুইস রাষ্ট্রদূতকে তলব

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে তুর্কী প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এর জের ধরে আঙ্কারায় নিযুক্ত সুইস উপ-রাষ্ট্রদূত ডিবিয়ার বুর্খালটারকে তলব করেছে তুর্কী সরকার। তুরস্কের সরকারী বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বার্নে শনিবার এক বিক্ষোভ মিছিল করে প্রবাসী তুর্কী নাগরিকরা। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত গেরিলা গোষ্ঠী পিকেকের অনেক সমর্থক ছিল। খবর ইরনার। বিক্ষোভকারীরা আগামী মাসে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটে প্রেসিডেন্ট এরদোগানের বিপক্ষে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানান। এর প্রতিবাদে সুইস উপ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার সঙ্গে সাক্ষাত করেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি ওই ঘটনার প্রতিবাদ জানালে বুর্খালটার তা বানে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। তুরস্কে আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠেয় গণভোটে জয়ী হলে তুরস্কে প্রেসিডেন্ট এরদোগান একচ্ছত্র ক্ষমতার অধিপতি হবেন। তুরস্কে আগামী মাসে অনুষ্ঠেয় গণভোটের পক্ষে প্রচার চালানোর অনুমতি দিয়েও সম্প্রতি তা বাতিল করে জার্মানি ও নেদারল্যান্ডস। ওই দুই দেশে এরদোগানের পক্ষে বেশ কয়েকটি জনসমাবেশের অনুমতিও বাতিল করা হয়। এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দেয়। এবার এই দেশগুলোর তালিকায় সুইজারল্যান্ডের নামও যুক্ত হলো।
×