ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে রুটি

প্রকাশিত: ০৪:৪১, ২৬ মার্চ ২০১৭

বিনামূল্যে রুটি

রাশিয়ার ভøাদিমির ওবলাস্ত এলাকার ছোট্ট শহর স্ত্রুনিওর অন্তত দু’শ’ বাসিন্দাকে আট বছর ধরে রুটি কেনার কথা চিন্তা করতে হয়নি। কারণ, এক মুদি দোকানির উদারতা। তিনি বিনামূল্যে রুটি বিতরণ করে যাচ্ছেন। ২৫ বছর আগে মামুদ শেভারসিয়ান আর্মেনিয়া থেকে রাশিয়ায় আসেন। তিনি স্ত্রুনিওতে তার নিজের ব্যবসা শুরু করার আগে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার ছোট্ট মুদি দোকানটি অন্য দোকানগুলোর মতোই। আট বছর আগের কথা। একদিন তার জীবনে পরিবর্তন এলো। তিনি দেখলেন, এক বৃদ্ধা দুটি রুটি কেনার জন্য পয়সা গুনছেন। মামুদ এটিকে চাকরি থেকে অবসরে যাওয়া ওই নারীর জন্য অপমান হিসেবে বিবেচনা করলেন এবং তাকে বিনামূল্যেই রুটি দিয়ে দিলেন। ওই দিন তিনি কুপন ছাপানোর সিদ্ধান্ত নেন যাতে স্ত্রুনিওর পেনশনভুক্তরা এর মাধ্যমে তার দোকান থেকে রুটি পেতে পারেন। লোকেরা যাতে এই প্রস্তাব জানতে পারে এজন্য মামুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনও দেন। তবে মামুদ ওখানেই ক্ষান্ত হননি। শীঘ্রই মামুদ প্রতিবন্ধী, স্বল্প আয়ের বড় পরিবার এবং দরিদ্র লোকদের জন্য তার উদারতার হাত বাড়িয়ে দেন। তার প্রস্তাব দ্রুত ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে দরিদ্ররা কুপন সংগ্রহ করতে তার দোকানে ছুটে আসতে থাকে। বর্তমানে এরিক নামের মুদি দোকানটি থেকে প্রতিমাসে তিন হাজার রুটি বিতরণ করা হয়। মামুদ বলেন, স্থানীয় কর্তৃপক্ষ আমার কাজের স্বীকৃতি কখনও দেয়নি। তারা কখনও ধন্যবাদ দেয়নি। তবে আমি কখনও ধন্যবাদের আশায় রুটি বিতরণের কাজ করিনি। আমি কেবল চাই, আমার চারপাশের লোকেরা যেন কষ্টে দিন না কাটায়। -অডিটিসেন্ট্রাল
×