ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ ভারতীয় এয়ার লাইন্সে নিষিদ্ধ রবীন্দ্র গায়কোয়াড়

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ মার্চ ২০১৭

পাঁচ ভারতীয় এয়ার লাইন্সে নিষিদ্ধ রবীন্দ্র গায়কোয়াড়

ভারতীয় যে সাংসদ বিমানের একজন কর্মীকে স্যান্ডেল দিয়ে মেরেছিলেন পাঁচটি ভারতীয় এয়ারলাইন্স তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিজনেস ক্লাসে আসন না পেয়ে এমপি রবীন্দ্র গায়কোয়াড় তার স্যান্ডেল দিয়ে ওই কর্মীকে ২৫ বার মেরেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই কর্মীর ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ জন্য তিনি তাকে তার পায়ের চপ্পল দিয়ে মেরেছিলেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এ বিষয়ে বৃহস্পতিবার কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগও করা হয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে, এমপি গায়কোয়াড়কে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের সবকটি ফ্লাইটেই নিষিদ্ধ করা হয়েছে। এই ফেডারেশনের মধ্যে যেসব এয়ারলাইন্স রয়েছে সেগুলো হচ্ছেÑ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, গো এয়ার, স্পাইস জেট ও জেট এয়ারওয়েজ। -বিবিসি প্লেনে ইলেক্ট্রনিক্স নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান তুরস্কের বিমানের কেবিনে মোবাইল থেকে বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। খবর ইয়াহু নিউজের নিষেধাজ্ঞার তালিকা থেকে তুর্কি এয়ারলাইন্স এবং ইস্তাম্বুলের প্রধান আতাতুর্ক বিমানবন্দরকে বাদ দয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে তুরস্ক আলোচনাও চালাচ্ছে। বৃহস্পতিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মঙ্গলবার নির্দিষ্ট কয়েকটি যাত্রীবাহী ফ্লাইটে ল্যাপটপ বহনে কড়াকড়ি আরোপ করার পাশাপাশি ট্যাবলেট, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইসও বিমানের মূল কেবিনে নেয়া নিষিদ্ধ করেছে। প্রাচীনতম স্কুটারের নিলাম! ১৯৫৩ সালের আইকনিক ছবি রোমান হলিডেতে ব্যবহৃত হ্যান্ডক্রাফটেড ভেসপা স্কুটারটিই বিশ্বের প্রাচীনতম স্কুটার। ঐতিহাসিক ওই স্কুটারটি এবার উঠল নিলামে। দাম ধরা হয়েছে তিন লাখ ইউরো। ১০০৩ চেসিস নম্বরের এ ভেসপা স্কুটারটি ইতালির সংস্থা পিয়াজিও’র বানানো তৃতীয় ভেসপা। স্কুটারটির ৬০টি প্রোটোটাইপ। ১৯৪৬ সালের তৈরি স্কুটারটি এখনও চালু অবস্থায় রয়েছে। হিন্দু ৩০০ বছর আগের... চীনের সিচুয়ান প্রদেশের একটি নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণে সোনা, রুপা, ব্রোঞ্জের কয়েন, গহনা, তলোয়ার, ছুরি, বর্শার মতো অস্ত্রশস্ত্র উদ্ধার করছেন প্রতœতাত্ত্বিকরা। সেগুলি ৩০০ বছর ধরে জলের তলায় থাকার পরও ভাল আছে। ১৬৪৬ সালের বিদ্রোহের সময় অসংখ্য নৌকায় করে ধনসম্পদ ও অস্ত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিলেন কৃষক নেতা ঝ্যাং জিয়ানঝং। ওই সময় হামলা চালায় মিং সাম্রাজ্যের সেনাবাহিনী। প্রায় এক হাজার নৌকা ডুবে যায়। জিনজুয়াং
×