ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্বাসরোধে হত্যা এক, অস্ত্রসহ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ মার্চ ২০১৭

শ্বাসরোধে হত্যা এক, অস্ত্রসহ গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদায় আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা এবং মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। কাওরান বাজারের টিসিবি ভবনের পাশের একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। কাফরুলে আবারও পেট্রোলবোমাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রমনায় গুলিভর্তি বিদেশী রিভলবারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ উত্তর মান্ডার এলাকার ৭৫ নম্বর বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। শুক্রবার তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ছিনতাইকারী গুলিবিদ্ধ ॥ ছিনতাই করে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলাম রানা (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকালে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে নটরডেম কলেজের বিপরীত দিকে বাস কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন এক নারী। এ সময় মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী রাবিয়া খাতুন শিখা নামে ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময় পাশ দিয়ে র‌্যাব-১০ এর একটি গাড়ি যাচ্ছিল। তিনি জানান, ওই নারী চিৎকার করলে র‌্যাব ওই ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। অপর ছিনতাইকারী এমরান (৩৬) পালিয়ে যায়। আগুন ॥ কাওরান বাজারের টিসিবি ভবনের পাশের রাফাস নামে বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫৫ পেট্রোলবোমাসহ গ্রেফতার ॥ কাফরুলে আবারও পেট্রোলবোমাসহ কবির (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫৫ পেট্রোলবোমা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কাফরুল থানা পুলিশের একটি টিম আল হেলাল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে কবিরকে আটক করে। এ সময় তার কাছ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। অস্ত্রসহ তিনজন গ্রেফতার ॥ রমনায় গুলিভর্তি বিদেশী রিভলবারসহ তিনজনকে গ্রেফতার করেছে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতরা হলো হারুন খান (৩৫), হুমায়ুন কবির (৩৪) ও মোঃ জুয়েল (৩২)।
×