ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা ব্যর্থ, বিশেষজ্ঞদের দাবি

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৩২, ২৩ মার্চ ২০১৭

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। যার লক্ষ্য হবে আন্তর্জাতিকভাবে উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করে ফেলা। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলার নানা পদক্ষেপ খতিয়ে দেখার আওতায় এ পদক্ষেপটি ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক উর্ধতন মার্কিন কর্মকর্তা। খবর বিবিসি ও এএফপির। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর বহুমুখী প্রচেষ্টার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিশেষ করে উত্তর কোরিয়ার সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসায়িক লেনদেনে জড়িত চীনা ব্যাংক এবং ফার্মগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতাও বাড়াবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ বাড়িয়ে সামরিক হামলা চালানোর বিকল্পটি এখনও হাতে রাখেনি যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে এশিয়া সফরের সময় এমন হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। কিন্তু যুক্তরাষ্ট্র এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ ব্যবস্থাকেই অগ্রাধিকার দিচ্ছে। ট্রাম্প কত দ্রুত নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সেটি এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে প্রশাসনের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ পদগুলো পূরণে ধীরগতির কারণে এ সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা ব্যর্থ ॥ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সিউলে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সজাগ আছে এবং উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হয়ে গেছে, এটি শনাক্ত করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসান থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণগুলো চালানো হয়েছিল বলে জানা গেছে, তবে কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং পরীক্ষাটি কোন ধরনের ছিল তা পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটানোর চেষ্টায় এসব পরীক্ষা করছে দেশটি।
×