ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইথিওপিয়ায় ভূমিধসে ৭২ জন নিহত, তিনদিনের শোক

প্রকাশিত: ০৩:২৬, ১৮ মার্চ ২০১৭

ইথিওপিয়ায় ভূমিধসে ৭২ জন নিহত,  তিনদিনের শোক

আবর্জনা ফেলার স্থানে ভূমিধসের ঘটনায় অন্তত ৭২ জন নিহতের ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইথিওপিয়া। শনিবার সন্ধ্যায় রাজধানী আদ্দিস আবাবার ৫০ বছরের পুরনো রেপ্পি ডাম্পে ভূমিধসের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। জাতীয় পতাকাগুলো অর্ধনমিত রাখার মধ্য দিয়ে বুধবার থেকে দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। খবর বিবিসির। মঙ্গলবার ঘটনাস্থল থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিকটবর্তী একটি গির্জার প্রাঙ্গণে লাশগুলো সমাহিত করা হয়। এখানে নিহতদের শোকাতুর পরিবারগুলোর কয়েক শ’ সদস্য উপস্থিত ছিলেন।
×