ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ফের মানববন্ধন

আদালতে স্বীকারোক্তি সেই বখাটের

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ মার্চ ২০১৭

আদালতে স্বীকারোক্তি সেই বখাটের

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৬ মার্চ ॥ পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসপা সুলতানাকে ক্লাসে ঢুকে খুন্তি দিয়ে পিটিয়ে জখম করা সেই বখাটে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। বৃহস্পতিবার সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে বখাটে আহসানুল্লাহ ওরফে টুটুল ঘটনার বর্ণনা দেন। গ্রেফতারের পর পটিয়া থানা পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানালেও আসামি কৌশল অবলম্বন করে আদালতেই দ-বিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জনাববন্দী দেয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া সদরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বখাটে টুটুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক কমান্ডার শামসুদ্দিন আহমদ, শিক্ষিকা মিসপা সুলতানের পিতা মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, সহকারী কমান্ডার যুগল সরকার, জামাল উদ্দিন খান, নুরুল আবছার চৌধুরী, তপন দস্তিদার, নাছির শরীফ, নাজিম উদ্দিন, তাজুর মুল্লুক, আবদুল মান্নান। উল্লেখ্য, মঙ্গলবার ক্লাস চলাকালীন বখাটে টুটুল খুন্তি নিয়ে অকর্তিকভাবে শিক্ষিকা মিসপাকে পিটিয়ে দুই হাত ও পা ভেঙ্গে দেয়। বর্তমানে ওই শিক্ষিকা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
×