ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:১৫, ১৬ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

নারী ছাড়াই নারী কাউন্সিল! নারীদের স্বাধীনতা দেয়ার বিষয়ে রক্ষণশীল দেশ সৌদি আরবে নারী কাউন্সিল চালু করা নিঃসন্দেহে একটি উৎসাহব্যঞ্জক উদ্যোগ। কিন্তু সেই কাউন্সিলে দেখা গেল নারীর অভাব। কাউন্সিলের উদ্বোধনীতে কোন নারীকে দেখা যায়নি বরং ১৩ পুরুষের বৈঠকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে কাউন্সিল। আল-কাশিম প্রদেশের প্রথম এ নারী পরিষদকে বলা হচ্ছে ‘কাশিম গার্লস কাউন্সিল’। শনিবার বৈঠকটি অনুষ্ঠিত হয় ও সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়। আল-কাশিম প্রদেশের গবর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ গার্লস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এ ধরনের একটি সম্মেলন নিয়ে তিনি গর্বিত এবং সৌদি আরবে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। বিবিসি
×