ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট বিল পাস

প্রকাশিত: ০৬:১০, ১৫ মার্চ ২০১৭

ব্রেক্সিট বিল পাস

রানীর অনুমোদন পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী টেরিজা মে দু’বছরের ব্রেক্সিট আলোচনা শুরু করতে প্রস্তুত হয়ে যাবেন এবং তিনি সময় নষ্ট না করেই তা করতে পারেন বলে জল্পনা রয়েছে। তবে মে তার ঘোষিত সময়সীমার আগে কিছু করবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন তার মুখপাত্র। প্রধানমন্ত্রী ৩১ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে সরকারের ‘ব্রেক্সিট’ বিল পাস করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন স্কটিশদের স্বাধীনতার জন্য ২০১৮ কিংবা ২০১৯ সালের শুরুর দিকে নতুন করে আরেকটি গণভোটের দাবি করায় এবং যুক্তরাজ্যে বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত করা নিয়ে চাপের কারণে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর বিষয়টি নিয়ে জটিলতায় ছিলেন মে। সূত্র : ইন্টারনেট
×