ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দারোগার দাপট ॥ জমি দখল চেষ্টা

প্রকাশিত: ০৪:৪৪, ১২ মার্চ ২০১৭

দারোগার দাপট ॥ জমি দখল চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১১ মার্চ ॥ হযরতপুর ইউনিয়নের ভাটারাকান্দি এলাকায় দারোগা ফারুক আহমেদের বিরুদ্ধে কুয়েত প্রবাসী সায়মা মনির (মিনুর) জমি দখলে নেয়ার অভিযোগ উঠছে। সায়মা মনির মিনু মডেল থানায় ওই দারোগার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ১৯ বছর আগে কুয়েত প্রবাসী সায়মা মনির মিনু তার আপন চাচা নুরুল ইসলাম হেবা বেলোয়াজ মূলে ২৮ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে ওই জমিতে সেগুন গাছসহ বিভিন্ন প্রকার গাছ রোপণ করেন। এরপর দাপুটে দারোগা ফারুক আহমেদ ও তার বাহিনীর লোকজন নিয়ে প্রবাসীর বাড়ির সীমানায় শতাধিক গাছ কেটে ফেলেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৫ সালের ৮ নবেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ৭ মার্চ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে ওই জমিটি মাপজোখ করে প্রবাসী সায়মা মনির মিনুকে বুঝিয়ে দেয়া হয়। পরের দিন তার নিজস্ব সম্পত্তিতে প্রাচীর নির্মাণসহ বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেদিন রাতের আঁধারে মুন্সিগঞ্জ জেলায় সিরাজদিখান থানায় কর্তব্যরত উপ-পরিদর্শক (দারোগা) ফারুক আহমেদ তার সশস্ত্র দলবল নিয়ে নির্মাণাধীন বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে এবং জমিটি তাদের দখলে নেয়ার চেষ্টা করে। জমির মালিক কুয়েত প্রবাসী সায়মা মনির মিনু বলেন, ১৯৯৮ সালে তার চাচা নুরুল ইসলামের মৃত্যুর পূর্বে ২৮ শতাংশ জমি তাকে হেবা বেলোয়াজ মূলে দান করে যান। এরপর থেকে দারোগা ফারুক গংরা জমিটি দখলের জন্য মরিয়া হয়ে উঠছে। এছাড়া চলতি বছরের ৭ মার্চ তারা স্বদলবলে আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। তারপর তারা রাতে আমার বাড়ির নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়।
×