ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে বেড়েছে মাতৃত্বকালীন ছুটি

প্রকাশিত: ০৩:৫৪, ১২ মার্চ ২০১৭

ভারতে বেড়েছে মাতৃত্বকালীন ছুটি

ভারতে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের পরদিন দেশটির পার্লামেন্ট এ বিষয়ে একটি সংশোধনী বিল পাস করে। এতে বলা হয়েছে যেসব সংস্থায় ১০ জনের বেশি নারী কর্মী কাজ করে সেখানেই এ নিয়ম প্রযোজ্য হবে। এর মধ্য দিয়ে মাতৃকালীন ছুটিতে বিশ্বে তিন নম্বর স্থানে উঠে এলো ভারত। প্রথম স্থানে আছে কানাডা ও দ্বিতীয় অবস্থানে নরওয়ে। কানাডায় মাতৃকালীন ছুটি ৫০ সপ্তাহের। আর নরওয়েতে এ ছুটি ৪৪ সপ্তাহের। গত বছর বিলটি পার্লামেন্টে উত্থাপিত হওয়ার পর বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ এটি পাস করে। সন্তানসম্ভবারা প্রথম দুই সন্তানের ক্ষেত্রে এই ২৬ সপ্তাহের পুরো ছুটি পাবেন। কিন্তু তৃতীয় সন্তানের ক্ষেত্রে তা কমে আসবে ১২ সপ্তাহে। ছুটি বাড়ার ফলে অনেক নারীই মা হওয়ার পর তাদের চাকরি চালিয়ে যেতে উৎসাহ পাবে আশা প্রকাশ করেছে নারীবাদী সংগঠনগুলো। জরিপে দেখা গেছে, ভারতে এক-চতুর্থাংশ নারী সন্তান হওয়ার পর চাকরি ছেড়ে দেন। -বিবিসি উচ্চাভিলাষী এলন মাস্ক তিনি বরাবরই উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য পরিচিত। এবার রিচার্জেবল ব্যাটারি দিয়ে সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের বিদ্যুত ব্যবস্থায় অবদান রাখতে চান টেসলার নির্বাহী এলন মাস্ক। প্যানাসনিকের সঙ্গে যৌথ উদ্যোগে তার কোম্পানি এমন ব্যাটারি তৈরি করেছে যা লোডশেডিংয়ের সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুত পাঠাবে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন তার এই ব্যাটারি ১শ’ দিন ব্যাক আপ দিতে পারবে।-লস এ্যাঞ্জেলেস টাইমস এক ধাক্কায় ৩৪ জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পাওয়া ৩৪ জন এ্যাটর্নিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এদের মধ্যে ম্যানহাটানে কর্মরত দেশটির প্রধান এ্যাটর্নি প্রিট ভারারাও রয়েছেন। বিচার দফতর থেকে এ বিষয়ে প্রত্যেকে ইমেল পাঠানো হয়েছে। বলা হয়েছে, ‘গুড টু সি ইউ, থ্যাঙ্কস ফর ইউর সার্ভিস এ্যান্ড নাউ প্লিজ লিভ’। -নিউইয়র্ক টাইমস
×