ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিআইএকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে উইকিলিকস

প্রকাশিত: ০৩:৫৩, ১২ মার্চ ২০১৭

সিআইএকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে উইকিলিকস

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থার গোপনতম নথি প্রকাশ করে চলেছে উইকিলিকস। এর মাধ্যমে সিআইএকে বেকায়দায় ফেলেছেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ। মঙ্গলবার উইকিলিকস প্রায় নয় হাজারের মতো সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) নথি প্রকাশ করে। এতে বিশাল আকারের রেকর্ড, পরিকল্পনা ও ম্যালওয়্যার কোড প্রকাশিত হয়। যার মাধ্যমে সিআইএ হ্যাকিং করতে যে কোন প্রযুক্তি মাধ্যমে প্রবেশ করতে পারত। এ্যাসাঞ্জের বরাত দিয়ে উইকিলিকস জানায়, তারা বেসরকারী কন্ট্রাকটরদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নথি পেয়েছে। এ্যাসাঞ্জ জানান, এটি একটি বিধ্বংসী অযোগ্যতার ঐতিহাসিক মাধ্যম। যা একটি জায়গায় সংরক্ষিত আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের নথি প্রকাশ প্রমাণ করে যে গোয়েন্দা সংস্থাগুলো কতটা সেকেলে। যদিও তিনি উইকিলিকসের কোন সমালোচনা করেননি। গত ২০১৩ সালের পর চতুর্থ ক্ষতি ॥ চার বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সবচেয়ে গোপন নথি প্রকাশের চতুর্থ ধাপে বিশাল আকারের ক্ষতি এটি। সিআইএর গুপ্তচর সংস্থা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। ২০১৩ সালে প্রথম কনট্রাকটর এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের গোপন তথ্য প্রকাশ করে। যা তারা যোগাযোগ মাধ্যম ও মার্কিন জোটের ওপর করছিল। গত বছরের শুরুতে একটি গোপন হ্যাকিং গোষ্ঠী শ্যাডো ব্রোকার এনএসএর হ্যাকিং টুলস চুরি করে তারা অনলাইনে বিক্রি করার প্রস্তাব দেয়। গত বছরের শেষের দিকে এনএসএ জানতে পারে হ্যারল্ড মার্টিন নামে অপর এক কনট্রাকটর তার বাড়িতে ৫০ টেরাবাইট তথ্য ও উপাত্ত সরিয়ে ফেলে। যার মধ্যে অনেক স্পর্শকাতর হ্যাকিং টুলসও ছিল। তবে কোন প্রমাণ করা যায়নি যে মার্টিন তার নিয়ন্ত্রণ হারিয়েছে। সরকার তাকে অভিযুক্ত করে কেন সে শ্রেণীবদ্ধ উপকরণগুলো সরিয়ে ফেলে। যা তার চুক্তির বরখেলাপ বলে অভিহিত করা হয়। নিরাপত্তা বিশেষজ্ঞ পল রোজেনউইগের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তাদের বিশ্বাস ও সুনামের ব্যাপক ক্ষতি সাধন করেছে। কঠোর তদন্ত ॥ উইকিলিকসের প্রকাশিত নথি থেকে জানা যায় সিআইএ ব্যক্তিগত প্রযুক্তিপণ্য স্মার্টফোন, টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে তথ্য নেয়। তদন্তে বিশেষ গুরুত্ব দেয়া হয় বেসরকারী কনট্রাকটরদের নিয়ন্ত্রণ করার বিষয়টি। যাদেরকে হ্যাকিং টুলসের সহায়তা করতে ও পরীক্ষা করতে নিয়োগ দেয়া হয়। অথবা ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, নথি ফাঁসকারীরা তদন্তের প্রধান বাধা। -এএফপি
×