ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশে নির্বাচন বুথ-ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি

প্রকাশিত: ০৬:০৮, ১১ মার্চ ২০১৭

উত্তর প্রদেশে নির্বাচন বুথ-ফেরত  সমীক্ষায় এগিয়ে বিজেপি

উত্তর প্রদেশে নির্বাচন বুথ-ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি। এদের একাংশের মতে, হিন্দিবলয়ের বৃহত্তম এই রাজ্যে একার জোরেই সরকার গড়তে পারেন মোদি অমিত শাহরা। আবার বলছেন, ফলাফল কারও একার পক্ষে যাবে না। তবে সরকার গঠনে এগিয়ে থাকবে বিজেপি। আনন্দবাজার পত্রিকা। সঙ্গত কারণে এই খবরে উচ্ছ্বসিত বিজেপি শিবির। তবে এখনই দমে যায়নি সপা-কংগ্রেস। বরং পরিস্থিতি ত্রিশঙ্কু হতে পারে আঁচ করে, কৌশলে বৃহস্পতিবার মহাজোটের প্রস্তাব দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘পরিস্থিতি যদি এমনই হয়, তবে বিজেপি ঠেকাতে মায়াবতীর হাত ধরতেও আমরা রাজি। কেউই চাইবে না উত্তর প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি হোক আর বিজেপি রিমোট কন্ট্রোলে রাজ্য চালাক।’ বুথ-ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি অবশ্য প্রশ্নের ঊর্ধে নয়। এসব সমীক্ষার পূর্বাভাস প্রকৃত ফলাফলের সঙ্গে প্রায় হুবহু মেলার দৃষ্টান্ত যেমন রয়েছে। তেমনই বহুবার মেলেওনি। সে দিক থেকে জাতপাত-ধর্ম, আঞ্চলিক বৈচিত্রে ভরা উত্তর প্রদেশের মতো বিশাল রাজ্যে সমীক্ষার ফল কতটা মিলবে তা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক।
×